বলিউড থেকে বিমুখ নয়, শীঘ্রই পরবর্তী ছবির কাজ শুরু প্রিয়ঙ্কার

Published : Mar 27, 2021, 12:05 PM IST
বলিউড থেকে বিমুখ নয়, শীঘ্রই পরবর্তী ছবির কাজ শুরু প্রিয়ঙ্কার

সংক্ষিপ্ত

হলি বলি দুই সামলাচ্ছেন প্রিয়ঙ্কা  পরবর্তী হিন্দি ছবি করে  ভক্তের প্রশ্নে সাফ জানিয়ে দিলেন প্রিয়ঙ্কা  বলিউড থেকে তিনি বিমুখ নন

একসময় প্রিয়াঙ্কা চোপড়ার নিজেই জানিয়েছিলেন বলিউডের একাধিক বিষয় তাকে বলিউডে রাজত্ব করতে বাধা দিয়েছিল। না কোনও নেপোটিজম এর তকমা হয়, বলিউডের একাধিক সিস্টেম কে পাল্টাতে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার মধ্যে সবার আগে উঠে এসেছিল সময় পারিশ্রমিকের কথা। হিরো হিরোইন সংজ্ঞাটাই পাল্টাতে চেয়েছিলেন প্রিয়ঙ্কা, তা নিয়ে মুখও খুলেছেন তিনি। 

আরও পড়ুন- শাহরুখের অফিস নিজে হাতে ডিজাইন করলেন গৌরী, দেখুন অন্দরমহলের সেই ভাইরাল ভিডিও

বিদেশের ক্ষেত্রে সমীকরণটা বেশ খানিকটা আলাদা। এখানে সকলের যোগ্য মর্যাদা ও সমান সম্মান পাওয়া বিষয়টা স্বাভাবিক। প্রথম থেকেই প্রিয়াঙ্কা এই দ্বিচারিতা কে পছন্দ করেন না। তাই বলে বলিউডকে বিদায় জানানো নয়। বরং আজও তিনি মিস করেন বলিউডকে বলে নিজেই জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। 

 

তবে বলিউডে কেন কোনো ছবি নেই, 2019 সালের পর থেকে বলিউডের ছবি নিয়ে আর সেভাবে কথা বলতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। যার ফলে হিন্দি ছবি দর্শক মহলে অপেক্ষায় দিন কাটাচ্ছেন। তাদেরই জন্যে এবার সুখবর নিয়ে এলেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি ভক্তের প্রশ্নে খোলামেলা উত্তর দিয়ে প্রিয়াঙ্কা জানান, তার করা বলিউড ছবি আগামী 2021 সালে মুক্তি পাবেন। খবর পেয়েই বেজায় খুশি ভক্ত মহল।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?