দিল বেচারা প্রথম দৃশ্যের সুশান্ত, নেট-মহলে ঝড় তুলল সাদা কালো ফ্রেমবন্দি 'রাজা'

Published : Jul 26, 2020, 01:11 PM IST
দিল বেচারা প্রথম দৃশ্যের সুশান্ত, নেট-মহলে ঝড় তুলল সাদা কালো ফ্রেমবন্দি 'রাজা'

সংক্ষিপ্ত

সাদা কালো ফ্রেমে সুশান্ত সিং রাজপুত দিল বেচারার শুরু দৃশ্যেই মুগ্ধ নেটদুনিয়া ছবিতে ছবিতে ভরে উঠল সোশ্যাল মিডিয়ায় প্রথম দৃশ্যেই চোখে জল ভক্তদের 

শুক্রবার মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি দিল বেচারা। সেই ছবি সকলের জন্য বিনামূল্যে করে দিয়েছে হটস্টার। যার ফলে ছবি শুরু হওয়ার মুহূর্ত থেকেই ঝড় ওঠে নেট নেটদুনিয়ায়। দর্শকদের ভিড়ে ভেঙে পড়তে থাকে হটস্টার। কিছুক্ষমের মধ্যেই তা ক্রাস করে যায়। সুশান্তের শেষ ছবি দেখার জন্য উদ্বেগ ফেটে পড়েছে ভক্তদের। একবার নয়, একাধিকবার ছবি দেখতে থাকেন অনেকেই। 

 

 

ছবি শুরু হওয়ার মুহূর্তেই প্রথম ফ্রেমে সুশান্ত। সাদা কা৪লো ছবি, হাতে গিটার। ছবি দেখা মাত্রই চোখের কোণে জল। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সেই দৃশ্য। ছবির শুরু থেকে শেষ সকলেই ভুলে যায় ম্যানিকে। এ যেন সুশান্ত। শুধু তাকেই দেখে যাওয়া। প্রতিটা ধাপেই অনবদ্য অভিনয়। এত গুণী অভিনেতা সত্যি চলে গিয়েছেন! দেড় মাস পরই ওঠে প্রশ্ন। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সেই ফ্রেম। 

 

 

সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবি কাই পো ছে, সেখানেও সুশান্ত সকলকে ছেড়ে চলে গিয়ে ছিলেন, শেষ ছবিতেও সকলকে ছেড়ে চলে গেলেন অভিনেতা। জীবনের সঙ্গে এ যেন এক অদ্ভুত মিল। ছবির গল্পেও তাঁর করা ছবি দেখা হয়নি, বাস্তবেও সেই পরিস্থিতি ধরা দিল। শেষ দৃশ্যের সঙ্গে ছবি মুক্তির দিনের এ যেন এক অদ্ভুত মিল। আবেগে ভাসল নেট-মহল। আরও একবার সুশান্তের মৃত্যু চাক্ষুস করল সকলে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

জাভেদ আখতারের মন্তব্যে কড়া জবাব দিলেন সোনু নিগম, ফের জোরদার 'সন্দেশে আতে হ্যায়' বিতর্ক
আইকনিক চরিত্র ফিরিয়ে দিয়ে অনুতপ্ত এই বলিউড অভিনেত্রীরা