শ্রদ্ধা ও প্রভাসের রসায়ন কেমন! মুক্তি পেল সাহো-র প্রথম গানের টিজার

swaralipi dasgupta |  
Published : Jul 31, 2019, 09:58 AM IST
শ্রদ্ধা ও প্রভাসের রসায়ন কেমন! মুক্তি পেল সাহো-র প্রথম গানের টিজার

সংক্ষিপ্ত

বাহুবলীর পর থেকেই  বলিউডেও পাকাপাকি জায়গা করে নিয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস  এবার তাঁর সাহো ছবির জন্য অপেক্ষা করে আছে মুম্বইয়ের টিনসেল টাউন  এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর তাই এই এক্কেবারে নতুন জুটির রসায়ন পর্দায় দেখতে অপেক্ষা করে আছেন ভক্তরা

বাহুবলীর পর থেকেই  বলিউডেও পাকাপাকি জায়গা করে নিয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস। এবার তাঁর সাহো ছবির জন্য অপেক্ষা করে আছে মুম্বইয়ের টিনসেল টাউন। এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। তাই এই এক্কেবারে নতুন জুটির রসায়ন পর্দায় দেখতে অপেক্ষা করে আছেন ভক্তরা। সম্প্রতি এই ছবির একটি গানের টিজার মুক্তি পেয়েছে। 

আরও পড়ুনঃ অন্য লুকে বাহুবলি, রাজা নয়, হলিউড স্টাইলে প্রকাশ্যে এলো প্রভাস

এন্নি সোনি নামের এই গান প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। ৩৬ সেকেন্ডের এই টিজারে শ্রদ্ধাকে সব সময়ের মতোই সুন্দর দেখতে লাগছে। হ্যান্ডসাম হাঙ্ক প্রভাসের সঙ্গে শ্রদ্ধার রসায়নও পছন্দ করছেন ভক্তরা। শ্রদ্ধা এই গানের একটি দৃশ্যের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, এই গানটি মুহূর্তে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং ভালোবাসায় মন ভরিয়ে দেবে। 

 

 

চারটি ভাষায় এই গানটি মুক্তি পাবে- হিন্দি/পঞ্জাবি, তামিল, মালায়লম, তেলুগু। এই গানটির নির্মাতা গুরু রানধওয়া। তিনিই গানটি গেয়েছেন। ফিমেল ভারশনটি গেয়েছেন তুলসী কুমার। 

 

 

এই ছবির টিজার দেখলেই বোঝা যায়, ছবিতে বেশ কিছু অ্যাকশনের দৃশ্য রয়েছে। টিজারেই ঝাঁ চকচকে  ফ্রেম ও গ্রাফিক্স মুগ্ধ করেছে সকলকে। এই ছবিতে শ্রদ্ধা ও প্রভাস ছাড়াও অভিনয় করেছেন নীল নীতিন মুকেশ, অরুণ বিজয়, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডে, মহেশ মঞ্জরেকর, ভেনেলা কিশোর, এভলিন শর্মা সহ আরও অনেকে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?