ধুমধুমার অ্যাকশন! ওয়ার ছবিতে হলিউডের তিন ও বলিউডে এক অ্যাকশন ডিরেকটর

Published : Jul 20, 2019, 05:47 PM IST
ধুমধুমার অ্যাকশন! ওয়ার ছবিতে হলিউডের তিন ও বলিউডে এক অ্যাকশন ডিরেকটর

সংক্ষিপ্ত

ছবির নাম ওয়ার, ফলে তাকে নিয়ে বিশেষ আয়োজন ছবির টিজার মুক্তির পরই কৌতুহল তুঙ্গে বলিউড ও হলিউড সন্মন্বয়ে অ্যাকশন সিক্যুয়েন্স পুজোয় মুক্তি ছবি

ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে ছবিকে ঘিরে কৌতুহল তুঙ্গে। বলিউডের দুই অ্যাকশন হিরো, হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ একই ফ্রেমে। ছবির নাম ওয়ার। ছবির টিজার জুড়ে একে অন্যকে টক্কর দিয়ে যেভাবে দাপিয়ে বেড়ালেন দুই অভিনেতা তা দেখে একবাক্যে অনেকেই বলেছিলেন যেন হলিউড ছবির টিজার। পুরোটা না হলেও এই মন্তব্য খানিকটা সত্য। কারণ এই ছবির অ্যাকশন সিক্যুয়েন্স-এর পরিচালনায় ছিলেন তিন হলিউড অ্যাকশন ডিরেক্টর ও এক বলিউড অ্যাকশন ডিরেক্টর। 

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের মুক্তির তালিকা থেকে সরে দাঁড়াল সাহো, স্থির হল ছবি মুক্তির নতুন দিন

পল জিনিঙ্গস, ফ্রানজ স্পিলাস ও সিয়ঙ্গ হো-এই তিন হলিউড খ্যাত অ্যাকশন পরিচাকলের সঙ্গে সঙ্গত দিলেন বলিউডের পরিচালক পরভেস শেখ। চারের মেল বন্ধনেই তৈরি হয়েছে ওয়ার ছবির অ্যাকশন সিক্যুয়েন্স। ফলেই টান টান উত্তেজনাকে বজায় রেখেই প্রকাশ্যে এসেছিল ছবির টিজার। ছবির নাম যখন ওয়ার তখন তার অ্যাকশ কতটা অংশে ধারালো হতে পারে সেই আন্দাজ সকলেই অল্প বিস্তর করতে পারেন। ফলে এই ছবিকে ঘিরেও দর্শকের কৌতুহল আরও এক ধাপ এগিয়ে গেল।

বর্তমানে পুরো দমে চলছে ছবির কাজ। পর্দায় একে অন্যকে টেক্কা দিতে নিজেদের সেরা অভিনয় দক্ষতাকেই তুলে ধরতে চলেছেন হৃত্বিক ও টাইগার। এই ছবিতে খুব যত্নের সঙ্গে যুদ্ধের সিনগুলিকে বানানো হচ্ছে, ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এমনই মন্তব্য করেন। রুদ্ধশ্বাস এই ছবির অ্যাকশনের দর্শন মিলবে আগামী ২রা অক্টোবর। 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?