
বছর দুয়েক আগে এই দিনেই চার হাত এক হয়েছিল সোনম কাপুর এবং আনন্দ আহুজার। আর পাঁচজন অভিনেতা-অভিনেত্রীদের মত কোনও রাখঢাক নয়। বরং ধুমধাম করে একেবারে পঞ্জাবী মতে বিয়ে হয়েছিল সোনমের। প্রত্যেকদিনের ছবি, ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি পাপারাৎজীও আমন্ত্রিত ছিল বিয়ের প্রত্যেক অনুষ্ঠানের একেবারে শুরু থেকে। এখন অবশ্য বিয়ের অনুষ্ঠানের নিত্য নতুন বহু ভিডিও ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়।
আরও পড়ুনঃআলিয়া নয়, রণবীরের জীবনসঙ্গী হিসেবে ঋষি কাপুরের পছন্দ ছিল অন্য কাউকে
সদ্য ভাইরাল হওয়া অর্জুন এবং সোনমের ভিডিও চোখে জল এনে দিয়েছে বহু নেটিজেনের। সোনম চেপে ধরে রয়এছে অর্জুনের হাত। অন্যদিকে অন্য কারও সঙ্গে হেসে হেসে কথা বলে যাচ্ছেন অর্জুন। কিন্তু বোনের হাত একেবারেই ছাড়েননি তিনি। কথা অন্য কারও সঙ্গে বলছেন, হাসাহাসিও করছেন, তবে এমন মুহূর্তে আবেগে না ভেসে পারেন কীকরে।
ভিডিওতে তাঁদের হাসির মধ্যে ইমোশনাল হয়ে পড়েছিলেন তাঁরা। নীল রঙের সিল্কের শেওয়ানি পরেছিলেন অর্জুন অন্যদিকে লালা জোড়া সেজে উঠেছিলেন সোনম। বিয়ের সময় ভাইদের দায়িত্ব বএশ অনেকখানিই থাকে। তবুও বোনকে ছেড়ে সেই মুহূর্তে কোথাও যেতে পারছিলেন না অর্জুন। এই ভিডিও দেখে প্রত্যেক নেটিজেনরাও আবেগে ভেসেছে।
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।