কী এমন ভিডিও শেয়ার করলেন টাইগার, যা দেখা মাত্রই হেসে ফেললেন হৃত্বিক

  • মাত্র ৩১ বছর বয়সেই ঝড় তুলছেন টাইগার 
  • ইতিমধ্যেই একাধিক হিট ছবি দিয়েছেন উপহার 
  • নাচের দুনিয়ায় স্টানিং মুভে নজর কেড়েছেন তিনি 
  • তবে কি এবার হৃত্বিকের খেতাব ছিনিয়ে নেবে টাইগার

টাইগার শ্রফ মানেই পার্ফেক্ট প্যাকেজ। বলিউডে একের পর এক ছবি করে বর্তমানে তিনি ভক্তমহলে সেরার সেরা অভিনেতা। শুরু থেকে একের পর এক ছবি করে নিজের জমি পাকা করেছেন তিনি বলিউডে। স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ বা বাঘি, ভাগ্য ফেরানোর এই দুই ছবিতেই টাইগার নিজের ২০০ শতাংশ নিংড়ে দিয়েছিলেন। তার প্রমাণ পেলেন হাতে নাতে। একের পর এক বিগ বাজেট ছবি এখন টাইগারের ঝুলিতে। 

আরও পড়ুন- মা হওয়ার পর কাজে ফেরা মানেই অস্বস্তিকর চর্চা শুরু, কোন প্রশ্ন শুনলেই ক্ষেপে ওঠেন করিনা 

Latest Videos

কেবল ভালো অভিনয়ই নয়, অ্যাকশন থেকে ডান্স, গান থেকে অভিনেয়, সব দিক থেকে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। আর সেখানেই ভক্তের খানিক ভাগ হয়ে যাওয়ার পালা। নাচ মানেই হৃত্বিক। তবে দিনে দিনে সেই দিকে নজর টানছেন টাইগার। তবে কি কোথাও গিয়ে হৃত্বিকের জমি নিজের দখলে করছেন জ্যাকি পুত্র। প্রকাশ্যে তা অস্বীকার করলেও, ভক্তের ঢল কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে টাইগারের পক্ষেই। 

 

 

এক সাক্ষাৎকারে টাইগার সাফ জানিয়েছিলেন তিনি হৃত্বিকের ফ্যান, যার ফলে কোনও তুলনাই চলে না। আর তাঁর এই কমেন্টই মন জয় করেছিল সাইবার দুনিয়ার। মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করে থাকেন তাঁর নাচ কিংবা ক্যারাটে স্টানের। আর তা মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল। সম্প্রতি ইলেক্ট্রিক ডান্সের একটি ভিডিও পোস্ট করেন টাইগার। যা দেখা মাত্রই হেসে ফেললেন হৃত্বিক, কমেন্টে লিখলেন হা-হা-হা। 

 

Share this article
click me!

Latest Videos

জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন শুভেন্দু অধিকারী
দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Bardhaman-এ | Bardhaman News Today