টাইগার-মৌনি নয়া কেমিষ্ট্রি, আগামী গানের ঝলক শেয়ার করতেই ভাইরাল স্টান্টস্টার

এবার একই ফ্রেমে ঝড় তুলবেন মৌনি ও টাইগার, ছবি সামনে আসতেই মুহূর্তে তা ভাইরাল নেট দুনিয়ায়। 

টাইগার শ্রফ (Tiger Shroff New Song) , এক কথায় বলতে গেলে বলিউডের এক বিগ প্যাকেজ। টাইগার ফ্রেমে থাকা মানেই কোথাও যেন একই সঙ্গে অভিনয়, অ্যাকশন, নাচ ও গানের দুনিয়ায় ঝড়। এভাবেই নিজেকে তৈরি করে বলিউডে নিজের পসার বাড়িয়ে চলেছেন টাইগার শ্রফ (Bollywood Star Tiger Shroff) । লকডাউনে এক নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিয়েছেন তিনি। টাইগারের গলা এত সুন্দর! মুহূর্তে অবাক হয়েছিল সকলেই। ২০২০ সালেই মুক্তি পেয়েছিল টাইগারের নতুন গানের অ্যালবাম (News Song Of Tiger Shroff) । সেই গানেই বুঁদ হয়েছিল নেটবাসী। কয়েকদিন যেতে না যেতেই আবার ক্যাসিনোভা লুকে ধরা দিয়েছিলেন টাইগার। এবার পালা তৃতীয় গানের (Third Song Of Tiger Shroff)। 

সোশ্যাল মিডিয়ায় সেই খবরই সামনে আনলেন টাইগার শ্রফ। শেয়ার করলেন প্রথম গানের টিজার, জুটিও চমক, এবার মৌনির সঙ্গে রোম্যান্সে মত্ত টাইগারের গলায় শোনা যাবে পাঞ্জাবী গান। গানের একটুকরো ভিডিও-তে সাফ আবারও এক হিট গান দর্শকদের ুপহার দিতে চলেছেন এই সুপারস্টার। কয়েকদিন আগেই সামনে এসেছে হিরোপান্থি ২ ও বড়ে মিঞা, ছোটে মিঞা ছবির খবর, এবার নতুন গানে ঝড় তুলতে চলেছেন টাইগার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলে, মৌনির (Mouni Roy And Tiger Shroff Chemistry) সঙ্গে কাজের দারুণ অভিজ্ঞতা, এই প্রথম টাইগারের গলায় পাঞ্জাবী গানে মাতবে ভক্তমহল।

Latest Videos

 

আরও পড়ুন- ইচ্ছা করেই বাপ্পি লাহিড়ির শেষকৃত্যে আসেননি 'মহাগুরু', কেন আসলেন না মিঠুন জানুন সত্য

আরও পড়ুন- বাবা-ছেলেরা মিলেই চলছে নাচ, হাসিমুখে বাপি লাহিড়ীকে স্মরণ ডিস্কো ড্যান্সার মিঠুনের

আরও পড়ুন- এবার সমকামীতার গল্প বলতে আসছেন বাঙালি পরিচালক অনীক, কলকাতায় হল সিনেমা

পর্দায় স্মার্ট লুক থেকে শুরু করে, স্টানিং গলা, মুহূর্তে ঝড় তুলতে যথেষ্ট। কিন্তু কীভাবে নিজেকে তৈরি করলেন টাইগার, না কোনও অ্যাকশন হিরো সুপার স্টার নয়, কেবল এক ছোট্ট ছাত্রর মতোই মনোনিবেশ করেছেন টাইগার গানে। শিক্ষিকার সঙ্গে চলছে গানের চর্চা। তাঁর গানে গানেই গলা মিলিয়ে লক্ষ্মী ছেলের মত রেওয়াজ করছেন টাইগার। এ যেন অভিনেত্রী এক অন্য লুক। প্রস্তুতির সেই ভিডিওর ঝলকই সোশ্যাল মিডিয়ায় ভক্দদের উপহার দিলেন টাইগার শ্রফ। শেয়ার করা মাত্রই তা সকলের নজর কাড়ল। কীভাবে তিনি হিয়ে উঠেছিলেন বলিউডের হট ক্যাসিনোভা! উত্তর মিলবে শীঘ্রই। সম্পূর্ণ ভিডিও শেয়ার করলেন সকলের জন্যই, তেমনটাই কথা দিলেন অভিনেতা।  

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia