
শেষ দুই ছবিতে বক্স অফিসে জায়গা না করতে পারলেও তা বিশ্ব দরবারে নজির গড়ল। চিনের আন্তর্জাতিক অ্যাকশন ছবি সপ্তাহতে ভারত থেকে নির্বাচিত হল দুই ছবি, ধুম থ্রি ও থগস অব হিন্দুস্তান। দুই ছবিতেই মুখ্যভুমিকায় অভিনয় করেছিলেন মিস্টার পার্ফেকশনিস্ট আমির খান।
ছবির প্রযোজনা সংস্থার থেকে শুক্রবারই এই খবর প্রকাশ্যে নিয়ে আসা হয়। চিনে বিগত পাঁচ বছর ধরে চলছে এই ফেস্টিভ্যাল। চলতি বছর তা পালন করা হল ২১শে জুলাই থেকে। জ্যাকি চ্যান মানেই ছবির দুনিয়ায় অ্যাকশন জ্যঁর। ফলেই এই ফেস্টিভ্যালে অ্যাকশন ছবিই দেখানো হয়। সারা বিশ্ব থেকে বাছাই করা সেরা অ্যাকশন ছবিই এখানে স্ক্রিনিং-এর সুযোগ পেয়ে থাকে।এই বছর সেই ফোস্টিভ্যালে পাড়ি দিল ভারতের দুই ছবি।
আরও পড়ুনঃ ছবির শ্যুটিং শেষ, সোশ্যাল মিডিয়ায় জানালেন বরুণ ধাওয়ান
থাগস অব হিন্দুস্তান ছবিটি ভারতের বক্স অফিসে তেমন একটা সারা ফেলেনি। কিন্তু ধুম থ্রি চলেছিল বেশ। তবে মজার বিষয় আমির খানের সঙ্গে এই ফেস্টিভ্যালে পাড়ি দিল বচ্চন পরিবারের দুই সদস্যই। অমিতাভ বচ্চন আমির খান অভিনীত ছবি থাগস অব হিন্দুস্তান ও জুনিয়ার বচ্চন আমির খান অভিনীত ছবি ধুম থ্রি। চলতি বছর এই ফেস্টিভ্যাল চলে ২১ থেকে ২৭শে জুলাই পর্যন্ত।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।