৯৭ ছুঁলেন দিলীপ কুমার, ট্যুইট করে ধন্যবাদ জ্ঞাপন বর্ষীয়ান অভিনেতার

Published : Dec 11, 2019, 01:40 PM ISTUpdated : Dec 11, 2019, 01:41 PM IST
৯৭ ছুঁলেন দিলীপ কুমার, ট্যুইট করে ধন্যবাদ জ্ঞাপন বর্ষীয়ান অভিনেতার

সংক্ষিপ্ত

কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার ৯৭  বছরে আজ পা দিলেন  শুধু দিলীপ হিসেবেই নন,  'ট্রাজেডি কিং'  হিসেবেও তার পরিচিতি রয়েছে প্রেম নিয়েও জীবনেও অনেক জোয়ার ভাঁটা গেছে প্রবীন অভিনেতার সমস্ত শুভাকাঙ্খীদের ট্যুইট  করে ধন্যবাদ জানিয়েছেন দিলীপ কুমার

বলিউডের বর্ষীয়ান কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার আজ পা দিলেন ৯৭  বছরে। সালটা ১৯৪৪। জোয়ার ভাঁটা ছবি দিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন মহম্মদ ইউসুফ খান। তামাম দর্শকের কাছে তিনি দিলীপ কুমার নামেই পরিচিত। শুধু দিলীপ হিসেবেই নন,  'ট্রাজেডি কিং'  হিসেবেও তার পরিচিতি রয়েছে। অভিনেতার ব্যক্তিগত জীবনটাও ছিল ট্র্যাজেডির মতো। প্রেম নিয়েও জীবনেও অনেক জোয়ার ভাঁটা গেছে প্রবীন অভিনেতার।

আরও পড়ুন-'ছপাক' ট্রেলার মঞ্চেই কেঁদে ফেললেন দীপিকা, মুহূর্তে ভাইরাল ভিডিও...

আজ সেই বিশেষ দিন। জন্মদিনের এই বিশেষ দিনে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তার সোশ্যাল মিডিয়া। সমস্ত শুভাকাঙ্খীদের ট্যুইট  করে ধন্যবাদ জানিয়েছেন দিলীপ কুমার। ট্যুইটে তিনি জানিয়েছেন, 'কাল রাত থেকে একের পর এক শুভেচ্ছাবার্তা পাচ্ছি, ভীষণই ভাল লাগছে।  ধুমধাম করে জন্মদিন উদযাপন করাটা খুব একটা বড় বিষয় নয়, আপনাদের ভালবাসা ও শুভকামনায়  আমি কৃতজ্ঞ। '

 

আরও পড়ুন-উন্মুক্ত বক্ষে হট লুকে বাজিমাত রিয়া'র, ছবিতেই মুগ্ধ নেটিজেনরা...

বলিউডের প্রবীণ অভিনেতার শারীরিক ভাবে খুব একটা সুস্থ নন। সেই কারণে খুব সাদামাটা ভাবেই জন্মদিনটা পালন করবেন স্ত্রী সায়রা বানু। তাই কোনও জাকজমকপূর্ণ পার্টি বা অনুষ্ঠান নয়স ঘরোয়াভাবেই জন্মদিন উদযাপন করবেন। তবে জন্মদিনের দিন স্পেশ্যাল মেনুতে বিরিয়ানিটা কিন্তু থাকছেই।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?