বক্স অফিসে ক্যাট ঝড়, সেরা পাঁচ ছবির তালিকাতে অধিকাংশই সলমন ব্যানার

  • কেরিয়ারে একাধিক ছবি একশো কোটির ক্লাবে
  • সেরা ছবির তালিকাতে পাঁচই ক্যাটরিনার সলমনের বিপরীতে
  • তিনশো কোটি ছাড়িয়েছিল সর্বাধিক
  • শেষ মুক্তি পাওয়া ছবিও রয়েছে সেই তলায় 

ক্যাটরিনা কইফের বলিউড সফর বেশ বর্ণ ময়। একের পর এক বিগ বাজেট থেকে শুরু করে বড় ব্যানারের ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তবে বক্স অফিসে যেই কয়েকটা ছবি ছক্কা হাঁকিয়েছে ক্যাটরিনার, তার মধ্যে অন্যতম হল টাইগার জিন্দা হ্যায়। সেরা পাঁচে থাকা ছবির মধ্যে তিনটিই ছিল সলমন খানের ছবি। কোন ছবি ক্যাটরিনার সেরার তালিকাতে উঠে এসেছে, তাতে আয়ের পরিমাণ কত, রইল তথ্য-

টাইগার জিন্দা হ্যায়ঃ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এই ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করেছিলেন সলমন খান। এই ছবি বক্স অফিসে সর্বাধিক আয় করেছিল ৩৩৯ কোটি টাকা। 

Latest Videos

 

ধুম থ্রিঃ এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ধুম সিরিজের শেষ ছবি এটি। এখানে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করেছিলেন আমির খান। ছবিটি বক্স অফিসে আয় করেছিল ২৬০.৬৩ কোটি টাকা। 

ভারতঃ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এই ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করেছিলেন সলমন খান । ছবিটি বক্স অফিসে আয় করেছিল ১৯৭.৩৪ কোটি টাকা। প্রথম দিনই এই ছবি ৪৫ কোটি টাকা তুলেছিল ঘরে। 

এক থা টাইগারঃ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালে। এই ছবি ক্যাটরিনার কেরিয়ারে এক বড় মাইলস্টোন ছিল। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সলমন খান, ছবিটি বক্স অফিসে আয় করে ১৮৬.১৪ কোটি টাকা। 

আরও পড়ুনঃ স্নান করে বেরিয়েই ক্যাটের দর্শন, লজ্জায় হেসে ফেলেছিলেন সলমন , কীভাবে প্রথম সাক্ষাৎ

ব্যাং ব্যাংঃ এই ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন, আয় হয়েছিল ১৪১.০৬ কোটি টাকা। 

সলমন খানের ছবি মানেই তা বক্স অফিসে ঝড় তুলবে। যদিও ২০১৯ এর শেষে মুক্তি পাওয়া ছবি দাবাং থ্রি সেভাবে সাফল্য না আনলেও, যে কয়েকটি ছবি সলমনের সেরার তালিকাতে উঠে এসেছে তার মধ্যে তিনটি রয়েছে ক্যাটের সঙ্গে। পর্দায় এই জুটির রসায়ণ যে দর্শকেরা বেশ ভালোই উপভোগ করেন তা আর বলার অপেক্ষা রাখে না। 

Share this article
click me!

Latest Videos

Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! BSF দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম' | Malda News
এবার বাংলাদেশী হিন্দুদের ভাতে মারার চেষ্টা, নো-বীফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ
বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মারধরে আপনি চুপ কেন? মমতাকে প্রশ্ন Adhir Ranjan Chowdhury-র