যৌনতায় লুকিয়ে রহস্যের গন্ধ, বাড়ছে মৃত্যুমিছিল, আসছে 'মির্জাপুর ২'

Published : Oct 07, 2020, 12:43 PM IST
যৌনতায় লুকিয়ে রহস্যের গন্ধ, বাড়ছে মৃত্যুমিছিল, আসছে 'মির্জাপুর ২'

সংক্ষিপ্ত

অধীর আগ্রহে বসেছিল দর্শকমহল কবে আসবে 'মির্জাপুর'র দ্বিতীয় সিজন অবশেষে প্রকাশ্যে এল ট্রেলার নিমেষে শোরগোল বিনোদন মহলে

মির্জাপুর সিজন টু-এর ট্রেলার অবশেষে প্রকাশ্যে। এবারে সবকিছুর ডাবল ডোজ নিয়ে আসছে মির্জাপুর টু। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু শর্মা, শ্বেতা ত্রিপাঠি শর্মা, আলি ফজলকে ফের এই ক্রাইম থ্রিলারে দেখতে প্রস্তুত ওয়েবদর্শকরা। এই মুহূর্তে ভারতে রোম্যান্স, বন্ধুত্ব, হররের চেয়ে ঢের বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে ক্রাইম ও থ্রিলার। সেই ক্রাইম ও থ্রিলারের মিশ্রণেই তৈরি জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর। সম্প্রতি মুক্তি পেল সিরিজের সিজন টু-এর ট্রেলার। একেবারে ভিন্ন ছকে বাঁধা সেই পুরনো গল্প। 

ঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু শর্মা, শ্বেতা ত্রিপাঠি শর্মা, আলি ফজলের পাশাপাশি জুড়েছে বিভিন্ন নতুন চরিত্র। গুড্ডু, মুন্না, গোলুরা বদলে দিচ্ছে এই সিজনের গোটা মানচিত্র। প্রতিশোধের নেশা যেন ক্রমশ বড়ছে, মৃত্যুমিছিল বাড়বে বই কমবে না। গুড্ডু নিজের স্ত্রী স্যুইটি ও ভাই বাবুলর খুনের প্রতিশোধের জন্য অনড়। মির্জাপুরে এবার রাজ করার দৌড়ে গোলু। মুন্না এবং গুড্ডুর মধ্যে যুদ্ধ শুরু হবে অধিকার, ক্ষমতা নিয়ে। 

প্রতিশোধের দৌড়ে কে থাকবে যুদ্ধের ময়দানে আর কে বেরবে, সেই নিয়ে টানটান উত্তেজনা থাকবে সিজন টু-তে। গুরুত্বপূর্ণ চরিত্রে বিজয় ভর্মা থাকছেন দ্বিতীয় সিজনে। হিংসা রীতিমত বেড়ে যাবে দ্বিতীয় সিজনের প্রতিটি পর্বে। রসিকা দুগ্গলের শরীরী আবদনে কেবল যৌনতাই নয় থাকছে রহস্যের গন্ধ। আগামী ২৩ অক্টোবর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে শুরু হবে মির্জাপুর টু-এর স্ট্রিমিং।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?