স্বামীকে অপহরণ করবে আলিয়া, সদ্য মুক্তি পাওয়া ডার্লিং ছবির ট্রেলার জানাচ্ছে এমনটাই

Published : Jul 25, 2022, 11:15 PM IST
স্বামীকে অপহরণ করবে আলিয়া, সদ্য মুক্তি পাওয়া ডার্লিং ছবির ট্রেলার জানাচ্ছে এমনটাই

সংক্ষিপ্ত

ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, অপহরণের কাহিনি রয়েছে ছবিতে। স্বামীর ওপর বদলা নিতে স্বামীকেই অপহরণ করবে আলিয়া। পুলিশের কাছে ডায়েরি করে যে স্বামী নিখোঁজ। তেমনই স্বামীর অফিসে গিয়ে বলে তাকে পাওয়া যাচ্ছে না। এদের মায়ের সঙ্গে ফন্দি করে বাড়িতেই আটকে রেখেছে স্বামীকে। হাত-পা বেঁধে তাকে আটকে রেখবে আলিয়া। অন্য দিকে, অত্যাচার করে অতীতের বদলা নেবে সে।– অন্তত এমনই বোঝা যাচ্ছে। 

প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল ডার্লিং ছবির ট্রেলার। বহুদিন ধরে চর্চায় রয়েছে ডার্লিং। ছবির প্রধান চরিত্রে তো বটেই, সঙ্গে এই ছবি দিয়ে প্রথম প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন আলিয়া। আজ মুক্তি পেল সেই ছবির ট্রেলার। কয়েক মিনিটের ট্রেলার জানান দিচ্ছে, একেবারে অন্যরকম গল্প নিয়ে আসছে ডার্লিং। ছবির কেন্দ্রে মা ও মেয়ের কাহিনি। মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া আর মায়ের চরিত্রে রয়েছেন শেফালী শাহ। এছাড়া, অন্যান্য চরিত্রে দেখা যাবে বিজয় ভার্মা ও রোশন ম্যাথেউজকে। ছবির পরিচালনার দায়িত্বে জসমীত কেরিন। 

ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, অপহরণের কাহিনি রয়েছে ছবিতে। স্বামীর ওপর বদলা নিতে স্বামীকেই অপহরণ করবে আলিয়া। পুলিশের কাছে ডায়েরি করে যে স্বামী নিখোঁজ। তেমনই স্বামীর অফিসে গিয়ে বলে তাকে পাওয়া যাচ্ছে না। এদের মায়ের সঙ্গে ফন্দি করে বাড়িতেই আটকে রেখেছে স্বামীকে। হাত-পা বেঁধে তাকে আটকে রেখবে আলিয়া। অন্য দিকে, অত্যাচার করে অতীতের বদলা নেবে সে।– অন্তত এমনই বোঝা যাচ্ছে। 
ছবিতে মুসলিম মেয়ে বদ্রুন্নেসার চরিত্রে অভিনয় করেছে। মধ্যবিত্ত সমাজের কাহিনি উঠে আসতে চলেছে ছবিতে। বদ্রুন্নেসা প্রায়শই অত্যাচারিত হন তাঁর স্বামীর দ্বারা। অনেক কষ্ট সহ্য করে শুধু সংসার টিকিয়ে রাখার জন্য সে মুখ বুঁজে থাকে। তবে, এই অন্যায়ের শেষ আছে। সে বুঝতে পারে অন্যায় সহ্য করা নয় বরং প্রতিবাদ করা তার দরকার। সে কারণে সে বদলা নেওয়ার পথ বেছে নেন। নিজের বাড়িতেই স্বামীকে কিডন্যাপ করে অত্যাচার করে। 

একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে আলিয়ার ডার্লিং। আর এই ছবিতে প্রযোজক হিসেবে ডেবিউ করবে সে। তবে, আলিয়া একা নয়। রেড চিলির সঙ্গে যুক্ত হয়ে প্রযোজনা করছে আলিয়া। ৫ অগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। 

এদিকে কিছুদিন আগে নিজের প্রেগনেন্সির কথা ঘোষণা করেন আলিয়া। ইন্সটাগ্রামে ছবি প্রকাশ করেছিল তাঁরা। ছবিতে দেখা গিয়েছিল, আল্ট্রা সোনোগ্রাফি করাচ্ছেন আলিয়া। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি। তাঁর পাশে বসে রণবীর কাপুর। যদিও রণবীরের মুখ দেখা যাচ্ছে না। সে ক্যামেরার দিকে পিছন করে বসে আছেন। আর দুজনে তাকিয়ে আছেন আল্ট্রা সোনোগ্রাফির স্ক্যানের মেশিনের দিকে। এই ছবি পোস্ট করে আলিয়া লেখেন, আমাদের সন্তান, খুব তাড়াতাড়ি আসছে। এভাবে আলিয়া নিজের মা হওয়ার কথা ঘোষণা করেছিল। 

আরও পড়ুন- 'কাকার এই একটি জিনিস আমার ভাল লাগেনি', রাজেশ খান্না সম্পর্কে একি কথা বললেন শর্মিলা ঠাকুর

আরও পড়ুন- 'অঙ্ক আপনাকে জরবুদ্ধি সম্পন্ন বানিয়ে দেয় ' বলে ফের নেটিজেনদের ট্রোলের শিকার জাহ্নবী!

আরও পড়ুন- পর্দায় একে অপরের শত্রু হলেও পর্দার পিছনে গাঁটছড়া টিম আসলে একটি পরিবারের মতো
 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?