শাড়িতে আয়ুস্মান খুরানা! নতুন লুকে নজর কাড়লেন অভিনেতা

Published : Aug 12, 2019, 07:03 PM IST
শাড়িতে আয়ুস্মান খুরানা! নতুন লুকে নজর কাড়লেন অভিনেতা

সংক্ষিপ্ত

শাড়ি পরে নজর কাড়লেন আয়ুষ্মান নতুন ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে প্রকাশ্যে এল ড্রিম গার্ল ছবির ট্রেলার ছবির মুক্তি আগামী ১৩ই সেপ্টেম্বর

পুজার প্রেমে মশগুল মহল্লা। ফোনের ওপার থেকে কণ্ঠস্বর শোনা মাত্রই প্রেমে পড়ল আট থেকে আশি। কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়া মাত্রই পুজা পগার পার। কেন! কারণ পুজা বুঝেই উঠতে পারে না সে বর হতে চায় না বউ! এমনই টুইস্টে ভরপুর আয়ুষ্মান খুরানার আগামী ছবি ড্রিম গার্ল। সোমবার ইদের উপহার নিয়ে হাজির ছবির অভিনেতা।

প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ভরপুর হাস্যরসে ঠাসা ছবির টিত্রনাট্য তা ছবির ট্রেলার দেখেই বোঝা যায়। সেখানেই যাত্রা থেকে শুরু করে অবসর সময় মেয়েদের ভুমিকায় থাকতেই বেশি পছন্দ করেন আয়ুষ্মান খুরানা, তেমনটাই তুলে ধরা হয়। তবে এই সমস্যার কারণে এক সময় নাভিশ্বাস উঠে যায় অভিনেতার। পরবর্তীতে তিনি আবার নিজেই পরেন প্রেমে। তারপর পিছু ধাওয়া প্রেমিক ও প্রেমিকা। 

 

 

মজারই এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে নুসরত বারুচাকে। সোমবার ছবির ট্রেলার মুক্তির পরই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নয়া ভুমিকায় আয়ুষ্মান, ছবির বেশ কিছু অংশে তাঁকে শাড়ি পরে দেখা যায়। ছবির শ্যুটিং শেষ। আগামী ১৩ই সেপ্টেম্বর মুক্তি পাবে ড্রিম গার্ল। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?