শ্বাসরুদ্ধ ওয়েব সিরিজ পোশাম পা-এর ট্রেলার মুক্তি, পরিচালনায় সুমন মুখোপাধ্যায়

Published : Aug 12, 2019, 04:15 PM IST
শ্বাসরুদ্ধ ওয়েব সিরিজ পোশাম পা-এর ট্রেলার মুক্তি, পরিচালনায় সুমন মুখোপাধ্যায়

সংক্ষিপ্ত

সুমন মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ প্রকাশ্যে ওয়েব সিরিজের ট্রেলার সত্যঘটনা অবলম্বণে তৈরি ওয়েব সিরিজ দুই সিরিয়াল কিলারের গল্পই দেখা যাবে এই ছবিতে

বড় পর্দার পাশাপাশি পাল্লা দিয়ে এখন তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। রীতিমতন বড় পর্দার ছবিকে টেক্কা দেওয়ার মতন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালকেরা। এবার প্রথম হিন্দিতে ওয়েব সিরিজ তৈরি করলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক সুমন মুখোপাধ্যায়। সিরিজের নাম পোশাম পা।

আরও পড়ুনঃ জাতীয় পুরষ্কার হামিদ-এর ঝুলিতে! নিজের সাফল্যের কথা জানলই না কাশ্মীরি শিশু

পোশাম পা দুই পথ শিশুর সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প। সত্য ঘটনা অবলম্বণে তৈরি এই ছবির মূলেই রয়েছে এই দুজনের জীবন কাহিনি। প্রকাশ্যে এল সেই ওয়েব সিরিজের ট্রেলার। ট্রেলারে হারহিম করা চরিত্রের উপস্থাপনা দেখেই ক্রাইম থ্রিলারের ইঙ্গিত মেলে। ছবিতে মূখ্য ভুমিকায় দেখা যাবে মাহি গিল, রাগিনী খান্না এবং সায়নী গুপ্ত। 

আরও পড়ুনঃ প্রিয়ঙ্কাকে ফের আক্রমণ পাক মহিলার! অভিনেত্রী দায়িত্বহীন বলে তোপ

রাগিনী ও সায়নী দুজনেই এই সিরিয়াল কিলারের ভুমিকায় অভিনয় করবেন। চরিত্রের নাম সীমা এবং রেণুকা। এই ছবির মধ্যে দিয়ে প্রকাশ্যে আসবে কোন পরিস্থিতিতে এই দুই বেছে নিতে বাধ্য হয়েছিল এই পথ। দুই বোনের জীবনের সঙ্গে লুকিয়ে আছে কোন অপরাধ জগতের অতীত, এই সব প্রশ্নই উষ্কে প্রকাশ্যে আসে ওয়েব সিরিজের ট্রেলার। জি ফাইভ-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজ ২১শে অগাস্ট। 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী