ভিডিও কলে সেক্স না করলেই ফাঁস হয়ে যাবে নোংরা ছবি, অশ্লীল হুমকি পেয়ে কী করলেন উরফি জাভেদ?

Published : Aug 16, 2022, 12:23 PM ISTUpdated : Aug 16, 2022, 12:33 PM IST
ভিডিও কলে সেক্স না করলেই ফাঁস হয়ে যাবে নোংরা ছবি,  অশ্লীল হুমকি পেয়ে কী করলেন উরফি জাভেদ?

সংক্ষিপ্ত

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন উরফি জাভেদ।  যেখানে তিনি বলেছেন, এক ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করেছে। সে নাকি তার ছবি টেম্পার করে ব্ল্যাকমেইল করেছে। উরফি এটাও দাবি করেছেন ভিডিও সেক্স করার জন্য বারবার অনুরোধ করেছেন ওই ব্যক্তি। সহ্য করতে না পেরে তিনি থানায় গিয়ে এফআইআর দায়ের করেছেন। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোনও ব্যবস্থা নেয়নি। উরফি আরও বলেছেন ওই ব্যক্তি পঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। চ্যাটের স্ক্রিনশট ও অভিযোগ তোলা ব্যক্তির ছবি পোস্ট করেছেন।

 যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ।   কাটাছেড়া পোশাকে ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফি জাভেদ। শরীরে পোশাক না রাখতে পারলেই ভাল। আর এটাকেই যেন ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ধরে নিয়েছেন উরফি জাভেদ। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক।  তবে এবার নয়া বিতর্কে নাম জড়াল উরফির।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন উরফি জাভেদ।  যেখানে তিনি বলেছেন, এক ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করেছে। সে নাকি তার ছবি টেম্পার করে ব্ল্যাকমেইল করেছে। উরফি এটাও দাবি করেছেন ভিডিও সেক্স করার জন্য বারবার অনুরোধ করেছেন ওই ব্যক্তি। সহ্য করতে না পেরে তিনি থানায় গিয়ে এফআইআর দায়ের করেছেন। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোনও ব্যবস্থা নেয়নি। উরফি আরও বলেছেন ওই ব্যক্তি পঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। চ্যাটের স্ক্রিনশট ও অভিযোগ তোলা ব্যক্তির ছবি পোস্ট করেছেন।

 

 

 

উরফি জানিয়েছেন, এই লোকটা কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আমায় বিরক্ত করেছে। ২ বছর আগে এই ঘটনা ঘটেছিল। তখনও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে সময় কাটিয়েছি।  ২ বছর আগেও পোস্ট করেছিলাম যা এখনও আমার প্রোফাইলে আছে।   ওই ছবির বিনিময়ে ভিডিও কলে সেক্স করার জন্য বলেছিল।  এমনকী এও বলেছিল যে বলিউডের কিছু পেজে আমার ছবি দিয়ে কেরিয়ার নষ্ট করে দেবে। এবারও পুরো বিষয়টা নিয়ে আমি বিরক্ত। এতদিন হয়ে যাওয়ার পরও পুলিশের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি। আমি খুবই আশাহত। এত কিছু বলার পরও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপও নেওয়া হয়নি। 

 

 

উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।  তবে এবার পোশাক বিতর্কে ঝামেলায় জড়ালেন উরফি জাভেদ। শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। তিনি যেন কোনওমতেই নিজেকে শান্ত রাখতে পারছেন না। ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত