নিতম্বের একাংশ উন্মুক্ত, স্তনের ফাঁকে জ্বলজ্বল করছে ট্যাটু, উরফির হাইভোল্টেজে পুড়ে ছাই ভক্তরা

Published : May 07, 2022, 04:17 PM ISTUpdated : May 09, 2022, 09:39 AM IST
নিতম্বের একাংশ উন্মুক্ত, স্তনের ফাঁকে জ্বলজ্বল করছে ট্যাটু, উরফির হাইভোল্টেজে পুড়ে ছাই ভক্তরা

সংক্ষিপ্ত

নেটদুনিয়ায় সর্বদাই হটকে ফ্যাশন ট্রেন্ডে নাম রয়েছে উরফির। জামা-কাপড়ে ছুরি-কাঁচি চালাতে সিদ্ধহস্ত উরফি, ফ্যাশন নিয়ে আপনার যেখানে চিন্তা ভাবনা শেষ হয়, ঠিক সেখান থেকেই নয়া ভাবনা শুরু করেন উরফি জাভেদ। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। বৈশাখের কাঠফাটা গরমে উষ্ণতার পারদ চড়িয়ে সকলের ঘাম ঝরালেন উরফি জাভেদ।

নেটদুনিয়ায় সর্বদাই হটকে ফ্যাশন ট্রেন্ডে নাম রয়েছে উরফির। জামা-কাপড়ে ছুরি-কাঁচি চালাতে সিদ্ধহস্ত উরফি, ফ্যাশন নিয়ে আপনার যেখানে চিন্তা ভাবনা শেষ হয়, ঠিক সেখান থেকেই নয়া ভাবনা শুরু করেন উরফি জাভেদ। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। বৈশাখের কাঠফাটা গরমে উষ্ণতার পারদ চড়িয়ে সকলের ঘাম ঝরালেন উরফি জাভেদ।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ। যেখানে উরফিকে সবুজ রঙের মনোকিনিতে দেখা গেছে। মনোকিনির পাশ দিয়ে বেরিয়ে রয়েছে নিতম্বের একাংশ। বুকের ফাঁক দিয়ে উঁকি মারছে ট্যাটু। পায়ে ম্যাচিং করা স্টিলেটো পরে হট পোজে ঘায়েল করেছেন ভক্তদের। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

বিগ বস ওটিটির সুবাদে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন উরফি জাভেদ এছাড়া পোশাকই তাকে চর্চায় এনে দিয়েছে তা সকলেরই জানা। পাপারাৎজিরা যেন সর্বদাই তার ছবি তোলার জন্য মুখিয়ে থাকেন। ছেড়াফাটা পোশাকে হামেশাই মুম্বই বিমানবন্দরে দেখা যায় উরফি। উরফি জাভেদের সঙ্গে বিতর্ক কীভাবে জড়িয়ে পড়ে তা আর বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। এমন একটা কোনও দিন নেই যেদিন পোশাকের জন্য শিরোনামে আসবেন না উরফি জাভেদ। তবে খোলামেলা পোশাকই যে তাকে বিতর্কের শিরোনামে নিয়ে আসেন তা সকলেই জানেন।

 

 

সবকিছুর একটা লিমিট থাকে। এবার যেন একটু বেশিই  বাড়াবাড়ি করে ফেললেন উরফি জাভেদ। যদিও শিরোনামে থাকার জন্যই যে নিয়মিত এগুলো করে চলেছেন তা আর বুঝতে কারোরই  বাকি নেই। চর্চায় থাকার জন্য ঠিক যতটা নীচে নামতে হয়, তিনি ততটাই করতে রাজি উরফি জাভেদ।  বিগবস ওটিটি-র প্রতিযোগীর পিছনে পাপারাৎজির ক্যামেরা যেন সর্বদাই ছুটে চলেছে। নিয়মিত শরীর দেখিয়ে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ, এককথায় বলতে গেলে সকলকে যেন নাজেহাল করে ছেড়ে দিচ্ছেন নেটদুনিয়ার হট সেনসেশন উরফি জাভেদ। নাচ থেকে হট ফোটোশ্যুট সবেতেই যেন পোশাক খোলা রাখাটাই তার সবচেয়ে বেশি পছন্দের। উদ্ভট ফ্যাশনে হট সেনসেশনকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। গরম পড়তেই কাটাছেড়া পোশাকে নেটপাড়ায় ঝড় তুলতে হাজির হয়েছেন উরফি জাভেদ। কীভাবে নতুন নতুন ভাবে ছক ভেঙে নিজেকে শিরোনামে রাখা যায়, তা মনে হয় উরফির চেয়ে ভাল আর কেউ জানে না।

আরও পড়ুন-বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল, পরপুরুষের সঙ্গে জলকেলিতে মত্ত মন্দিরা, রেগে আগুন সাইবারবাসী

আরও পড়ুন-লিভ-ইন সহবাস করেই কি বিয়ের পিঁড়িতে বসবেন আথিয়া? মুখ খুললেন কেএল রাহুলের প্রেমিকা

আরও পড়ুন- সুডৌল স্তন ঢাকা ফিনফিনে কাপড়ে, দিশার আগুন ঝরানো সেক্সি ফিগারে ঝড় উঠল নেটপাড়ায়

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?