ব্রা-প্যান্টি পরে এ কী করছেন উরফি, টোনড ফিগারে কিলার লুকে ঘুম উড়ল সাইবারবাসীর

Published : Apr 15, 2022, 03:30 PM ISTUpdated : Apr 15, 2022, 06:24 PM IST
ব্রা-প্যান্টি পরে এ কী করছেন উরফি, টোনড ফিগারে কিলার লুকে ঘুম উড়ল সাইবারবাসীর

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত উরফি জাভেদ। নেটপাড়ার হট সেনসেশনকে নিয়ে চর্চা যেন লেগেই রয়েছে। প্রতিদিনই নিজের কিলার লুকে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। ফের নিজের শরীরী নেশায় নেটদুনিয়ায় ঝড় তুললেন উরফি জাভেদ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন উরফি জাভেদ। গোলাপি রঙের অন্তর্বাস পরে, মাথায় ফুল গুজে খোলা চুলে ঝড় তুলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর শরীরী নেশায় পুড়ে ছাই হয়েছেন নেটিজেনরা।  

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত উরফি জাভেদ। নেটপাড়ার হট সেনসেশনকে নিয়ে চর্চা যেন লেগেই রয়েছে। প্রতিদিনই নিজের কিলার লুকে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। ফের নিজের শরীরী নেশায় নেটদুনিয়ায় ঝড় তুললেন উরফি জাভেদ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন উরফি জাভেদ। গোলাপি রঙের অন্তর্বাস পরে, মাথায় ফুল গুজে খোলা চুলে ঝড় তুলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর শরীরী নেশায় পুড়ে ছাই হয়েছেন নেটিজেনরা।

উরফির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের অন্তর্বাস পরে পোজ দিচ্ছেন নেটপাড়ার হট সেনসেশন। ফ্ল্যাট অ্যাবস, টোনড ফিগারে বলি তারকাদেরও টেক্কা দিতে প্রস্তুত উরফি জাভেদ। অভিনেত্রী চাবুক শরীরে যেন যৌবন উপচে পড়েছ। তবে অতিরিক্ত শরীর প্রদর্শন করতেই ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য। কেউ লিখেছেন,  'এটা কোনও ফ্যাশন নয় '। কেউ লিখেছেন,  'একটা কথা বলি, সবাইকে সব দেখিয়ে দিলে তোমার বরকে কি দেখাবে '। কেউই লিখেছেন, 'কেউ ওকে কাপড় দাও'। একাধিক নোংরা কমেন্ট আসলেও উরফির খুল্লামখুল্লা শরীর দেখার জন্যই মুখিয়ে থাকেন অনুরাগীরা। ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার উরফি জাভেদের। 

 

 

উরফি জাভেদ, নামটার সঙ্গেই যেন বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত। তার বায়নাক্কা যেন থামবার নয়, টেলিভিশনের এই জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়াতে সর্বদাই নেটিজেনজের নজরে থাকেন। বিগ বস ওটিটি খ্যাত তারকার অদ্ভুত ফ্যাশন গোলস হামেশাই থাকে চর্চায়। জামা কাপড় নিয়ে এত কাটাছেড়া কেউ করে কিনা তা নিয়েই যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তবে সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করেও নেটিজেনদের চর্চায় থাকেন উরফি। ফ্যাশন স্টেটমেন্টের জন্যই হামেশাই চর্চায় থাকেন উরফি জাভেদ।  আসলে শিরোনামে থাকার জন্যই এমনটা করে চলেছেন উরফি জাভেদ। বিগবস ওটিটি-র প্রতিযোগীর পিছনে পাপারাৎজির ক্যামেরা যেন সর্বদাই ছুটে চলেছে। নিয়মিত শরীর দেখিয়ে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ, এককথায় বলতে গেলে সকলকে যেন নাজেহাল করে ছেড়ে দিচ্ছেন নেটদুনিয়ার হট সেনসেশন উরফি জাভেদ। নাচ থেকে হট ফোটোশ্যুট সবেতেই যেন পোশাক খোলা রাখাটাই তার সবচেয়ে বেশি পছন্দের। উদ্ভট ফ্যাশনে হট সেনসেশনকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। গরম পড়তেই কাটাছেড়া পোশাকে নেটপাড়ায় ঝড় তুলতে হাজির হয়েছেন উরফি জাভেদ।

আরও পড়ুন-ঠিকরে বেরোচ্ছে গ্লো, গর্জিয়াস লেহেঙ্গায় রণবীরের বিয়েতে ঋদ্ধিমা-করিনাকে ছাপিয়ে গেলেন নীতু কাপুর

আরও পড়ুন-হাতে মাত্র কয়েকঘন্টা, কোথায়-কখন হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে, জেনে নিন সমস্ত খুঁটিনাটি

আরও পড়ুন-কেমন হল রণবীর-আলিয়া মেহেন্দির অনুষ্ঠান, নীতু-ঋদ্ধিমা নাকি সোনি-পূজা, কে দিলেন কাকে টেক্কা

PREV
click me!

Recommended Stories

আমাকে একা রেখে চলে গেল... স্বামী ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন হেমা মালিনীর
Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা