বিদেশে প্রয়াত কাকিমা, করোনার থাবায় এবার শোকের ছায়া বরুণের বাড়িতে

Published : May 25, 2020, 12:11 PM IST
বিদেশে প্রয়াত কাকিমা, করোনার থাবায় এবার শোকের ছায়া বরুণের বাড়িতে

সংক্ষিপ্ত

প্রয়াত বরুণ ধাওয়ানের কাকিমা  করোনার থাবা এবার বি-টাউনে বিদেশের মাটিতে প্রয়াত হলেন বরুণ ধাওয়ানের কাকিমা শোকের ছায়া ধাওয়ান পরিবারে 

ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। এক দিকে যেমন দেশ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করে চলেছে, ঠিক অন্য দিকে তখন সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার টাকা। ইতিমধ্যেই করোনা থাবা বসিয়েছে একাধিক সেলিব্রিটির অন্দরমহলে। এবার সেই করোনাই প্রাণ কাড়ল বরুণ ধাওয়ানের আত্মীয়ার। বিদেশে থাকতেন বরুণ ধাওয়ানের কাকিমা। সেখানেই করোনার কবলে পড়তে হয় তাঁকে। 

বর্তমানে গোটা বিশ্বের অবস্থা বেশ সঙ্কটপূর্ণ। শিকাগোতে থাকতেন বরুণ ধাওয়ানের কাকিমা। করোনায় আক্রান্ত হওয়ার খবর আগেই পেয়েছিলেন বরুণ ধাওয়া। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই সংবাদ। এবার শিকাগো থেকে এল কাকিমার মৃত্যু সংবাদ। মুহূর্তে শোকের ছায়া ধাওয়ান পরিবারে। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার পাতায় বরুণ লিখলেন, লাভ ইউ মা, শেষে আত্মার শান্তি কামনাতে লিখলেন গায়েত্রী মন্ত্রও। 

 

 

করোনা ইতিমধ্যেই প্রাণ কেড়েছে লক্ষাধিক মানুষের। মারণ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নেওয়ার সত্ত্বেও কমছে না মৃত্যু মিছিল। বহু তারকার প্রাণ কেড়েছে করোনা। বন্ধ বিনোদন জগত, লকডাউনে গৃহবন্দি গোটা দেশ। এরই মাঝে কোনও মতে ছন্দে ফেরার কাজ চেষ্টা করছেন সকলেই। তারই মাঝে আত্মীয়ার মৃত্যুর খবর এবার ভেঙে পড়লেন বরুণ ধাওয়ান। বলিউডের অনেকেই জানালেন সমবেদনা। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?