পার্ফেক্ট ব্যালন্স কাকে বলে কেবল ভিকিই জানেন, ভিডিও শেয়ার করে নিজেই দিলেন প্রমাণ

Published : Mar 12, 2021, 09:12 AM IST
পার্ফেক্ট ব্যালন্স কাকে বলে কেবল ভিকিই জানেন, ভিডিও শেয়ার করে নিজেই দিলেন প্রমাণ

সংক্ষিপ্ত

কাকে বলে পার্ফেক্ট ব্যালন্স  ভিকির ভিডিও- দেখে অবাক নেট মহল  মুহূর্তে ভাইরাল সুপারস্টার  কী এমন করলেন ভিকি 

ফিট আর ফাইনের পার্ফেক্ট ব্যালান্স যদি কোনও তারকার থাকতে হয়, তবে ভিকি কৌশল হলেন তার সঠিক উদাহরণ। নিজেকে ভেঙে যেভাবে তিনি দর্শকদের সামনেই গড়ে তুলেছেন, তাতে খুব সহজেই বলা চলে যে তিনি বলিউডের লম্বা রেসের ঘোড়া। সে মালুম মিলেছিল উড়ি ছবি মুক্তির পরই। একের পর এক তারকা যখন আবিষ্কার করতে থাকে ভিকি কৌশলকে, ঠিক তখনই দর্শক মনে স্থায়ী ঠিকানা তৈরি করতে নিজের সেরা অভিনয়টা উজার করে দিয়েছিলেন তিনি। এখান থেকেই পথ চলা শুরু। 

আরও পড়ুন- কাঁধ থেকে খসে পড়ল পোশাক, গ্ল্যামার ও হটনেস উপচে পড়ছে মধুমিতার নতুন ছবিতে


উড়ি ছবির আগে একাধিক ছবিতে নিজের দক্ষ অভিনয়গুণ তুলে ধরতে চেয়েছিলেন ভিকি। কিন্তু তা হয়তো তখন সেই অর্থে অনেকেরই নজরে আসেনি। তবে এবার হল ব্যতিক্রম। ঝড়ের বেগে ভাইরাল হলেন ভিকি। তাঁর স্টানিং লুক থেকে দেদার পার্ফেমেন্ট, এখন মহিলা মহলে তিনি হটস্টার। সেই হটস্টারই এবার তাক লাগালেন নেট দুনিয়ায়। নিজের পোজে অবাক করলেন ভক্তমহলকে। একেই বলে পার্ফেক্ট ব্যালান্স। 

 

 

 

রাজি, মনমর্জিয়া, সঞ্জুর মত একাধিক ছবি রয়েছে, ভিকি কৌশলের ঝুলিতে। একাধিক ছবির প্রস্তাব নিয়ে এখন ব্যস্ত এই স্টার সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও শেয়ার করলেন, যা পলকে প্রমাণ দিল, তাঁর ফিটনেস ফাণ্ডা। অনিল কাপুরের থেকে অনুপ্রাণিত হয়ে চমক লাগাতে ঘোড়ার পিঠে শুধু চড়া নয়, উঠে পড়ে ভিকি। সেই ছবি পোস্ট করে নেটদুনিয়ায়। যা মুহূর্তে নজর কাড়ল নেটিজেনদের। ঝড়ের বেগে ভাইরাল ভিকি। 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী