অশরীরী আত্মার মাঝে ভিকি, প্রকাশ্যে এল 'ভূত' -এর টিজার

Published : Jan 31, 2020, 02:06 PM ISTUpdated : Jan 31, 2020, 02:10 PM IST
অশরীরী আত্মার মাঝে ভিকি,  প্রকাশ্যে এল 'ভূত' -এর টিজার

সংক্ষিপ্ত

সম্প্রতি মুক্তি পেল ভূতঃ দ্য হন্টেড শিপ-এর টিজার ছবিটি পরিচালনা করছেন ভানুপ্রতাপ সিংহ ৫৮ সেকেন্ডের ছবির টিজারেই হাড় হিম হয়ে আসছে ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি

হরর ছবি নিয়ে এমনিতেই একটা ক্রেজ রয়েছে। হারহিম করা ভূতের ছবি দেখতে গিয়ে গায়ে জ্বর চলে এলেও এই ছবি দেখার আলাদাই একটা মজা রয়েছে। তার উপর যদি ছবির নায়ক হয় বলি হাঙ্ক ভিকি কৌশল। বি-টাউনের হ্যান্ডসাম বয় এমন হরর ছবিতে। সব মিলিয়ে বিষয়টি নিয়ে শুরু থেকেই একটা উত্তেজনা তৈরি হয়েছে।  সম্প্রতি মুক্তি পেল 'ভূতঃ দ্য হন্টেড শিপ'-এর টিজার। ছবিটি পরিচালনা করছেন ভানুপ্রতাপ সিংহ।

আরও পড়ুন-সহকর্মীর সঙ্গে চুম্বনে 'ধামাকাদার' তকমা পেলেন রণবীর, প্রকাশ্যে এল ভিডিও...

ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবির টিজারেই হাড় হিম হয়ে আসছে। মাত্র ৫৮ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে,'ভিকি একটি ভূতুড়ে জাহাজে ঢুকে পড়েছেন। আর পিছন থেকে শোনা যাচ্ছে, পৃথ্বী, তুমি কোথায়, তোমাকে আমরা হারিয়ে ফেলছি।'  সারা দেওয়াল জুড়ে হাতের ছাপ, টর্চের আলো দিয়ে ভিকি দেখলেন সারা দেওয়াল জুড়ে রক্ত বেরোচ্ছে।

 

 

ভিকি কৌশল ছা়ড়াও ছবিতে ভূমি পেড়নেকর রয়েছে। যদিও তাকে অতিথি শিল্পীর চরিত্রে দেখা যাবে। ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে ।


 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?