মা-এর শেখানো নামতার উপায় বাঁচলেন বিদ্যা, 'শকুন্তলা দেবী'-তে ছক্কা হাঁকালেন গানের মাধ্যমে

  • বিদ্যা বালনের 'শকুন্তলা দেবী'র ট্রেলার ইতিমধ্যেই ছক্কা হাঁকিয়েছে বিনোদন জগতে
  • বিদ্যা মানেই চিত্রনাট্যে অভিনবত্বের ছোঁয়া
  • চিত্রনাট্যা অনুযায়ী নিজেকে ভেঙে গড়ে নেওয়া বিদ্যার বাঁ হাতের খেল
  • এবারও এক ভিন্ন উপায় শকুন্তলা দেবীর চরিত্রে নিজেকে গড়েছিলেন অভিনেত্রী

Adrika Das | Published : Jul 18, 2020 5:55 PM IST / Updated: Jul 18 2020, 11:51 PM IST

বিদ্যা বালনের কাছে বলিউডের সেই বিরল অভিনেত্রীদের তালিকায় পড়েন যিনি সম্পূর্ণ নিজের প্রতিভার জোরে টিকে রয়েছেন ইন্ডাস্ট্রিতে। না কোনও গডফাদার, না স্লিম চেহারার চিন্তা ভাবনা, পিওর অ্যাক্টিং। জিম লুক, এয়ারপোর্ট লুক নিয়েও কোনও মাথাব্যাথাই তাঁর নেই। কারণ তিনিও জানেন, অবশেষে সিনেপর্দায় প্রতিভাই কথা বলবে। এ কথা বলিউডের তাবড় তাবড় পরিচালকরাও জানেন, তাই তাঁর ঝুলিতে এসে পরে পরিচালক অনু মেনন শকুন্তলা দেবী। ইতিমধ্যেই ছবির ট্রেলার ছক্কা হাঁকিয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃবয়স কমছে রূপাঞ্জনার, ছবিতে গ্ল্যামার চুঁইয়ে পড়ছে অভিনেত্রীর

Latest Videos

ওটিটি রিলিজের খাতায় নাম লিখিয়েছে ছবিটি। ছবিতে শকুন্তলা দেবী, ভারতের গণিতজ্ঞ যিনি মানব কম্পিউটার নামেই পরিচিত, তাঁর বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। অবশ্যই আর পাঁচটা কমার্শিয়াল ছবির মত সহজ স্ক্রিপ্ট মোটেই নয়। এই চরিত্রে অভিনয় করার জন্য নিজের মগজের প্রয়োজন পড়বে। সেই বুদ্ধি খাটিয়ে এক ভিন্ন উপায় বড় সংখ্যার নম্বরগুলি মনে রাখতেন বিদ্যা। অঙ্কের প্রতি ভালবাসা তাঁর চিরকালের। সেখান থেকেই ভিন্ন উপায় অঙ্ক কষতেন তিনি। সেই অভ্যাসই এবার কাজে লেগে গেল বিদ্যার। 

আরও পড়ুনঃসুশান্তের আত্মার সঙ্গে কথোপকথন, আদৌ কি সত্যতা রয়েছে স্টিভের ভিডিওতে

 

তিনি জানান, "ছোটবেলা থেকে অঙ্ক আমার প্রিয় বিষয়গুলির মধ্যে একটি ছিল। সবসময় ভাবতাম একটা অঙ্ক কষার ভিন্ন উপায়। অন্যভাবে কীকরে একটা অঙ্ক কষতে পারব আমি। আমার এখনও মনে আছে মা আমাদের গানের মাধ্যমে নামতা শেখাতেন। আর অদ্ভুতভাবে তা মনেও থাকত। আমি যখন শকুন্তলা দেবীতে কাজ করতে শুরু করি তখন এই উপায়ই আমার কাজে লাগল। কখনও ভাবিনি সেই মজার দিনগুলো একদিন এভাবে কাজে আসবে।" আগামী ৩১ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে শকুন্তলা দেবী।

Share this article
click me!

Latest Videos

থমথমে পরিবেশ জয়নগরে! কুলতলি কাণ্ডের প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভ মহিষমারির জনতার! | Kultali
জয়নগরের রাক্ষসটা শেষ করেদিল মেয়েটাকে! ৭ দিনের পুলিশি হেফাজত | Jaynagar News | Bangla News |
'কাজে ফিরছি, তবে খাবার খাব না' স্বচ্ছতা বজায় রেখে অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা Kolkata Doctor News
ধর্মতলায় অস্থায়ী তিলোত্তমা মঞ্চ ঘিরে উত্তেজনা তুঙ্গে! ১২ ঘণ্টা পরও নীরব প্রশাসন! | RG Kar Protest
কুলতলির ঘটনায় গর্জে উঠলেন সুকান্ত-সুজনরা, দেখুন কী বললেন তাঁরা | Kultali Incident | Sukanta | Sujan