নেই মাস্ক, নেই হেলমেট, ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেম করতে বেরিয়ে পুলিশের খপ্পরে বিবেক

Published : Feb 23, 2021, 12:06 PM IST
নেই মাস্ক, নেই হেলমেট, ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেম করতে বেরিয়ে পুলিশের খপ্পরে বিবেক

সংক্ষিপ্ত

ভ্যালেন্টাইন্স ডে তে মন খুলে প্রেম  স্ত্রীকে নিয়ে বেরিয়ে বিপাকে বিবেক মুহূর্তে ভাইরাল ভিডিও  নিজেই পোস্ট করে খবর শেয়ার করলেন বিবেক 

প্রেমদিবসে মন খুলে প্রেম, কথায় বলে খুল্লাম খুল্লা প্রেয়ার, আর ঠিক সেটাই করতে গিয়ে বিপাকে পড়তে হয় বিবেক ওবরয়কে। ভ্যালেন্টাইন্স ডে তে নিজের নতুন বাইকে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন ভ্রমণে। সেখান থেকেই শুরু হয় জল্পনা। ফুর ফুরে মনে প্রেম নিবেদন করার সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিবেক। আর তাতেই হয় বিপত্তি। 

 

 

ভিডিও মুহূর্তে নজর কাড়ে মুম্বই পুলিশের। সেখানেই বিপত্তির শুরু। সেলেবদের অনুসরণ বা অনুকরণ করাটাই ভক্তদের এক প্রকারের নেশা। তাই প্রিয় তারকার মত মাথায় হেলমেট বা মুখে মাস্ক ছাড়া রাস্তায় বাইক রাইডে বেরোনো মানেই তা জীবনের ঝুঁকি। সেই কারণেই বিবেকে এবার পড়তে হল আইনি বিপাকে। পুলিশের চালান সহ ফাইন হতে পাড়ত অনেক সাজাই। 

 

 

তবে শেষ মেষ তাঁকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে মহারাষ্ট্রে হু-হু করে বেড়ে যাচ্ছে করোনা কেস। এই পরিস্থিতিতে মাস্ক মুখে না থাকা এক ভয়ানক বিপদের ঝুুঁকি নেওয়া। তাই কড়া সমালোচনার মুখে পড়তে হয় বিবেক ওবরয়কে। যদিও তিনি নিজের ভুল স্বীকার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সকলকে সতর্কতা মেনেই ড্রাইভ করার পরামর্শ দেন। 

PREV
click me!

Recommended Stories

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার
অস্কার ২০২৬: শর্টলিস্টেড 'হোমবাউন্ড', আরও এক ধাপ এগিয়ে গেল ভারত, আবেগঘন পোস্ট করণ জোহরের