স্বাগত ২০২০, বলিউডে এখন চলছে 'হ্যাপি নিউ ইয়ার'-এর পালা

Published : Jan 01, 2020, 05:09 PM ISTUpdated : Jan 01, 2020, 05:12 PM IST
স্বাগত ২০২০, বলিউডে এখন চলছে 'হ্যাপি নিউ ইয়ার'-এর পালা

সংক্ষিপ্ত

বর্ষবরণের প্রস্তুতিতে মাতোয়ারা গোটা দেশ পুরোনোকে বিদায় জানিয়ে নতুন স্বাগত জানাতে ব্যস্ত গোটা বলি থেকে টলি নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন গোটা বলিউড অমিতাভ, শাহরুখ, রজনীকান্ত প্রত্যেকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভক্তদের ট্যুইট করেছেন

বর্ষবরণের প্রস্তুতিতে মাতোয়ারা গোটা দেশ। পুরোনোকে বিদায় জানিয়ে নতুন স্বাগত জানাতে ব্যস্ত গোটা বলি থেকে টলি। এমন তিনটি শব্দ যার মধ্যেই পুরোনোর দুঃখ ভুলে নতুনকে আমন্ত্রণের ডাক রয়েছে। সেটি হল 'হ্যাপি নিউ ইয়ার'। সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভুলে সবাই ব্যস্ত নতুন বছর উৎসবের আমেজে।  উৎসবের মেজাজে নতুন বছরের শুভেচ্ছা জানাতে এক হয়েছে গোটা বলি মহল। কে নেই সেই তালিকায়। অমিতাভ, শাহরুখ, রজনীকান্ত প্রত্যেকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভক্তদের ট্যুইট করেছেন। দেখে নিন শুভেচ্ছাবার্তাগুলি।

 অমিতাভ বচ্চন শুভেচ্ছায় জানিয়েছেন,

 

রজনীকান্ত শুভেচ্ছায় জানিয়েছেন,

 

শাহরুখ  জানিয়েছেন,

 

অনিল কাপুর জানিয়েছেন, 

 

সোনালি বেন্দ্রে শুভেচ্ছায় জানিয়েছেন,

 

সুস্মিতা  জানিয়েছেন,

 

নিতু সিং জানিয়েছেন, 

বিপাশা বসু জানিয়েছেন,

 

 

PREV
click me!

Recommended Stories

ট্রেলার জুড়ে ভরপুর প্রেম কাহিনী, মুক্তি পেল কার্তিক-অনন্যা অভিনীত 'তু মেরি ম্যায় তেরা' ছবির ট্রেলার
বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার