সিনেমাহল খোলার খবর সামনে আসতেই মিলল সুসংংবাদ, কবে মুক্তি শাহরুখের পাঠান, সলমনের টাইগার থ্রি

Published : Sep 28, 2021, 11:19 AM IST
সিনেমাহল খোলার খবর সামনে আসতেই মিলল সুসংংবাদ, কবে মুক্তি শাহরুখের পাঠান, সলমনের টাইগার থ্রি

সংক্ষিপ্ত

ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, খুলছে একের পর এক প্রেক্ষাগৃহ থেকে সমস্ত সেক্টর। বিনোদন জগতও তাই তাল মিলিয়ে ফিরছে স্বাভাবিক ছন্দে। তাই প্রকাশ্যে এবার দুই বিগ বাজেট ছবির ছবির খবর।   

সম্প্রতি মহারাষ্ট্রে (maharastra) প্রকাশ্যে আসে খুশির খবর, খুলে দেওয়া হচ্ছে সমস্ত প্রেক্ষাগৃহ (Reopen CinemaHall)। যার ফলে এবার চেনা ছন্দে ফিরবে সিনেমা হল ফিরবে বিনোদন জগৎ। সেই আনন্দে গা ভাসিয়েছে গোটা সিনে দুনিয়া। গত দু'বছর ধরে একের পর এক বিগ বাজার সিনেমা রয়েছে পাইপলাইনে আটকে। ওটিটিতে মুক্তি করতে নারাজ, আর তাই চলছে অপেক্ষার পালা। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ। গত কয়েক মাস ধরেই প্রতিটা মানুষকে ভাসিয়েছে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে পেতে। বিনোদন জগত সুরক্ষা বিধি মেনে মাঠে নেমে পড়েছিল। তবে এবার স্বপ্নপূরণ পালা।

আবারো ফিরবে বক্সঅফিস, আবারো ফিরবে 100, 200, 300 কোটির ক্লাব (Box Office)। বর্তমানে কনটেন্ট বেস ছবির চাহিদা দর্শক মহলে তুঙ্গে। কোনও ছবির বিষয়বস্তুর ওপর নির্ভর করে দর্শকদের সেই ছবি ঘিরে  উত্তেজা। তবে কোথাও গিয়ে যে, সেই সাম্রাজ্যের ইতির ইঙ্গিতই দিচ্ছে কয়েক বছর। তবে খান সাম্রাজ্যের পতন এত শীঘ্রই হওয়ার নয়। পর্দায় তিন খান থাকা মানেই বক্স অফিসে লক্ষ্মী। তবে বেশ কয়েক বছরদ ধরে নিরাশ ভক্তরা। 

আরও পড়ুন- নেট দুনিয়ায় শুভশ্রী এখন হটকেক, একের পর এক এলিগেন্ট লুকে পোস্ট টলিডিভার

আরও পড়ুন- 'মিনি'-র ফার্স্ট লুকে বাজিমাত মিমির, সেলুলয়েডে বন্ধুত্বের অন্য় রঙ ছড়াবে মৈনাক ভৌমিক

আরও পড়ুন- পাহাড় কোলে শ্যুটিং শেষে তুমুল সেলিব্রেশন, প্রকাশ্যে দেব-রুক্মিনীর নাগিন ডান্স

 

 

পর্দায় সলমন খানের দেখা মিললেও দেখা নেই শহরুখ খানের। তাই অতিমারী কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার মুখে এলো সুসংবাদ (Upcoming Film)। এক গুচ্ছ ভালো ছবি অপেক্ষায় রয়েছে। কোন ছবি কবে মুক্তি তা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় খবর। তবে কবে পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খান (salman Khan)! সেই প্রশ্নের উত্তরও মিলে গেল এবার। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ভক্তদের জানিয়ে দিলেন আগামী বছরের দ্বিতীয় ভাগেই পর্দায় ঝড় তুলবেন দুই খান। পাঠান ও টাইগার থ্রি মুক্তির সম্ভাব্য সময় স্থির করা হয়েছে ২০২২ সালের দ্বিতীয় ভাগে। খবর মিলতেই নেট দুনিয়া উত্তেজনার পারদ তুঙ্গে। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত