বক্সঅফিসে একশো কোটির ক্লাবে সেরা কে, শাহরুখ না হৃত্বিক

Published : May 07, 2020, 01:23 PM IST
বক্সঅফিসে একশো কোটির ক্লাবে সেরা কে, শাহরুখ না হৃত্বিক

সংক্ষিপ্ত

একশো কোটির ক্লাবে এগিয়ে কোন তারকা এক নজরে সেরার সেরা কে  বক্স অফিসের পরিসংখ্যাণে এগিয়ে শাহরুখ না হৃত্বিক ফিরে দেখা সেরা ছবির তালিকা

শাহরুখ খানের ভক্তেদর সংখ্যা যতটা বিপুল ঠিক ততটাই জনপ্রিয় সুপারস্টার হৃত্বিক রোশন। বলিউডে তিন খানের মধ্যেই হোক কিংবা হৃত্বিক, অক্ষয়, ভক্তদের মধ্যে এক চাপা প্রতিযোগিতা যেন থেকেই যায়। দুই তারকারই জ্যঁর আলাদা, একদিকে যেমন হৃতিক রোশন গ্রীকগড, ঠিক তেমনই উল্টো দিকে রোম্যান্সের কিং হলেন শাহরুখ খান খান। তাঁর উপস্থিতিতেই পর্দায় মেলে রঙিন আভাস। 

আরও পড়ুনঃ ফাঁস হল নবাব বধূর 'বেডরুম সিক্রেট', লজ্জায় রাঙা বেবো

তবে ভক্তদের পছন্দের তালিকা যেমনই হোক না কেন, বলিউডে সবথেকে বেশি আয়ের মুখ দেখিয়েছে এখন কোন তারকা! হত্বিক রোশন একদিকে যেমন তাঁর নাচের জাদুতে মন কেড়েছেন, ঠিক তেমনই শাহরুখ খানের ঝুলিতে রয়েছে একের পর এক হিট ছবি। তবে বক্স অফিসে দুই তারকার অবদান খানিকটা ভিন্ন। একশো কোটির ক্লাবে শাহরুখ খান অভিনীত সাতটি ছবি স্থান পেয়েছে, অন্যদিকে হৃত্বিক রোশন অভিনীত পাঁচটি ছবি রয়েছে একশো কোটির ক্লাবে। 

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত গৃহকর্মী, বিপাকে পড়ে আইসোলেশনে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী

শাহরুখ খানের সেরা সাত ছবির মধ্যে রয়েছে- চেন্নাই অক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে, রেস, রাওয়ান, ডন ২ ও যাব তাক হ্যায় জান। তবে এর মধ্যে সব থেকে বেশি আয় করেছে চেন্নাই এক্সপ্রেস ছবি, ২০৭.৬৯ কোটি টাকা। পাশাপাশি হৃত্বিক রোশনের সেরার তালিকাতে থাকা পাঁচ ছবি হল ওয়ার, কৃষ ৩, সুপার থার্টি, ব্যাঙ ব্যাঙ ও অগ্নিপথ। এর মধ্যে সব থেকে বেশি আয় করেছে ওয়ার ছবি, ২৯২.৭১ কোটি টাকা। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?