এই কারণেই জয়ার সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন অমিতাভ, জানুন আসল সত্য


বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন  (Amitabh Bachchan ) ও জয়া বচ্চনের  (Jaya Bachchan) সম্পর্কের কথা সকলেই জানেন।  দীর্ঘবছর ধরে একে অপরকে আগলে রেখেছেন এই তারকা জুটি। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন প্রায় পাঁচ দশক ধরে সুখী দাম্পত্যে রয়েছেন। তাদের সম্পর্কের রসায়ন আর পাঁচটা সম্পর্কের মতোন নয়।  খুল্লামখুল্লা প্রেম কখনওই পছন্দ করতেন না অমিতাভ , কিন্তু আচমকা কী হল অমিতাভের। স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে হঠাৎই কথা বলা বন্ধ করে দিয়েছেন অমিতাভ বচ্চন। তবে কি বিবাহ বিচ্ছেদ নাকি অন্য কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন এই তারকা জুটি, জল্পনা বাড়ছে বলিপাড়ার অন্দরে।


বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন  (Amitabh Bachchan ) ও জয়া বচ্চনের  (Jaya Bachchan) সম্পর্কের কথা সকলেই জানেন।  দীর্ঘবছর ধরে একে অপরকে আগলে রেখেছেন এই তারকা জুটি। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন প্রায় পাঁচ দশক ধরে সুখী দাম্পত্যে রয়েছেন। তাদের সম্পর্কের রসায়ন আর পাঁচটা সম্পর্কের মতোন নয়।  খুল্লামখুল্লা প্রেম কখনওই পছন্দ করতেন না অমিতাভ , কিন্তু আচমকা কী হল অমিতাভের। স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে হঠাৎই কথা বলা বন্ধ করে দিয়েছেন অমিতাভ বচ্চন। তবে কি বিবাহ বিচ্ছেদ নাকি অন্য কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন এই তারকা জুটি, জল্পনা বাড়ছে বলিপাড়ার অন্দরে।

কিছুদিন আগেই ১০০০ এপিসোড পেরিয়েছে অমিতাভ বচ্চনের গেম শো কন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati)। ১৩ তম সিজনে এসেই ১০০০ এপিসোড অতিক্রম করল এই গেম শো। এবং এই বিশেষ এপিসোডকে আরও বিশেষ ভাবে পালন করলেন নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষ। অমিতাভ বচ্চনের সঙ্গে হটসিটে খেলতে বসেন শ্বেতা বচ্চন এবং  নাতনি নব্যা নাভেলি নন্দা। মেয়ে নাতনিতে নিয়ে খেলতে বসেই অমিতাভের পারিবারিক প্রসঙ্গে উঠে আসে। আর সেখানেই ভিডিও কলে যোগ দেন জয়া বচ্চন।সেখানেই জানা যায়, জয়া বচ্চন নাকি কেবিসি-তে বচ্চনের আউটফিট নিয়ে খুব আলোচনা করেন তার পাশাপাশি সমালোচনাও করেন সমানতালে।  কথায় কথায় অমিতাভ বলে ওঠেন তিনি আর জয়ার (Jaya Bachchan) সঙ্গে কথা বলবেন না যদি তিনি অমিতাভের (Amitabh Bachchan ) পোশাক নিয়ে আলোচনা বন্ধ না করেন। যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।

Latest Videos

 

 

আরও পড়ুন-অনুষ্কা জীবনে আসতেই আমুল বদলে গিয়েছেন বিরাট, গোপন কেচ্ছা ফাঁস করলেন কোহলি নিজেই

আরও পড়ুন-স্তনের একাংশ উন্মুক্ত করে নয়, লেহেঙ্গা চোলিতে গর্জিয়াস উরফি, হাইভোল্টেজে কাঁপছে নেটপাড়া

আরও পড়ুন-চরম যৌনতা থেকে ড্রাগস, 'ব্যাড বয়'-ইমেজেই বলিউডের প্রস্তাব, রক অ্যান্ড রোলে 'শেন ওয়ার্ন'

 

প্রোমো ভিডিওতে দেখা গেছে, শ্বেতা ও নব্যা রাজকীয়ভাবে ঢুকছে কেবিসি-তে (Kaun Banega Crorepati)। ব্যাকগ্রাউন্ডে বাজছে কভি খুশি কভি গম-এর টাইটেল ট্র্যাক। শো-তে এসেই দাদু অমিতাভ বচ্চনকে বাহবা দেন নব্যা নাভেলি। ফের অমিতাভের পোশাকের  প্রশংসা  করেন নব্যা। কারণ বেশিরভাগ সময়ে বাড়িতেই গাউন পরেই থাকতে পছন্দ করেন অমিতাভ। এই কথা শুনে শ্বেতা বলে ওঠেন মা কিন্তু তোমার পোশাকের সমালোচক।তবে শ্বেতার কথা শুনে নব্যাও সরাসরি বলেন, দিদার (Jaya Bachchan)তো তোমার উপর কোনও রংই ভাল লাগে না। বলেন , আরে আজ অতটাও ভাল লাগছে না।  তার পোশাক নিয়ে এত সমালোচনার পরই  জয়াকে উদ্দেশ্যে করে অমিতাভ তিনি আর কথাই বলবেন না। যদিও জয়া ছেড়ে দেওয়ার পাত্র নন, সটান উত্তরে বলেন এটা তো ভাল খবর।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী