'জিমি জিমি'-র জনপ্রিয়তা ভারতেই নয় রাশিয়াতেও ছিল তুঙ্গে, কীভাবে হয়ে উঠেছিলেন ডিস্কো কিং

বলিউডের ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি, তিনি আর নেই , এই কথাটা যেন কোনওভাবেই মন থেকে মেনে নিতে পারছেন না বাপ্পি ভক্তরা।  যার গানের সুর মুহূর্তে ম্যাজিক তৈরি করত, যার গানের তাল পা দুলে উঠত, যা গানের ছন্দে নেচে উঠত শরীরী হিল্লোল তিনি আজ সকলকে ছেড়ে পরলোকে পাড়ি দিলেন। আচমকাই সকলকে ছেড়ে পরলোকে চলে গেলেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। বলিউডে একটা সময় দাঁপিয়ে কাজ করেছেন বাপ্পি লাহিড়ি। বিশেষত জনপ্রিয় গান 'জিমি জিমি জিমি আজা আজা' গানের জনপ্রিয়তার কারণেই জুটেছিল ডিস্কো কিং-এর তকমা। মিঠুন চক্রবর্তীর বিখ্যাত সিনেমা 'ডিস্কো ডান্সার' এর 'জিমি জিমি' গান আজও সকলের মুখে মুখে। মিঠুনের এই হিট সিনেমার দৌলতে তিনি আজ সকলের প্রিয় ডিস্কো কিং। মিঠুনের সঙ্গে বেশ কিছু গানই উপহার দিয়েছেন দর্শকদের। যার তালে আজও জমিয়ে নাচে ভারতীয় দর্শকরা, তবে জানেন কি এই  'জিমি জিমি জিমি আজা আজা' গান নাচিয়েছিল রাশিয়ার দর্শকদেরও।
 

বলিউডের ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি, তিনি আর নেই , এই কথাটা যেন কোনওভাবেই মন থেকে মেনে নিতে পারছেন না বাপ্পি ভক্তরা।  যার গানের সুর মুহূর্তে ম্যাজিক তৈরি করত, যার গানের তাল পা দুলে উঠত, যা গানের ছন্দে নেচে উঠত শরীরী হিল্লোল তিনি আজ সকলকে ছেড়ে পরলোকে পাড়ি দিলেন। আচমকাই সকলকে ছেড়ে পরলোকে চলে গেলেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি ( Bappi Lahiri Death) । বলিউডে একটা সময় দাঁপিয়ে কাজ করেছেন বাপ্পি লাহিড়ি। বিশেষত জনপ্রিয় গান 'জিমি জিমি জিমি আজা আজা' গানের জনপ্রিয়তার কারণেই জুটেছিল ডিস্কো কিং-এর তকমা। মিঠুন চক্রবর্তীর বিখ্যাত সিনেমা 'ডিস্কো ডান্সার' এর 'জিমি জিমি' (Jimmy Jimmy Aaja Aaja)গান আজও সকলের মুখে মুখে। মিঠুনের এই হিট সিনেমার দৌলতে তিনি আজ সকলের প্রিয় ডিস্কো কিং (Disco King)। মিঠুনের সঙ্গে বেশ কিছু গানই উপহার দিয়েছেন দর্শকদের। যার তালে আজও জমিয়ে নাচে ভারতীয় দর্শকরা, তবে জানেন কি এই  'জিমি জিমি জিমি আজা আজা' গান নাচিয়েছিল রাশিয়ার দর্শকদেরও।

সালটা ১৯৮২। 'ডিস্কো ডান্সার'  মুক্তির পাওয়ার পরই এই ছবির বিখ্যাত 'জিমি জিমি জিমি আজা আজা' (Jimmy Jimmy Aaja Aaja) গান চির স্মরণীয় হয়ে রয়েছে আজও। গান মুক্তির পর থেকে আজও সুপারহিটের তকমা ধরে রেখেছে। হিটলিস্টে এখনও রয়েছে 'ডিস্কো ডান্সার'  (Disco Dancer) এর 'জিমি জিমি' গান (Jimmy Jimmy Aaja Aaja) । ভারতের পাশাপাশি রাশিয়াতেও খুব জনপ্রিয়তা পেয়েছিলে এই বিখ্যাত গান। একটা সময়ে রাশিয়ান মহিলাদের ক্রাশে পরিণত হন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজও সকলের মনে অটুট জিমি। রাশিয়াতে আজও বিখ্যাত 'ডিস্কো ডান্সার' এর 'জিমি জিমি' গান। একটা মাত্র গান দিয়েই নিজের জায়গাকে ধরে রেখেছিলেন বলি অভিনেতা মিঠুন। রাশিয়ায় যখন ডিস্কো ডান্সার মুক্তি পায় তারপর থেকে এখনও সকলের মুখে জিমি জিমি টা যেন রয়েই গেছে। এখনও পর্যন্ত রাশিয়ায় সর্বাধিক দেখা বিদেশি চলচ্চিত্রের তালিকায় অষ্টম স্থানে রয়েছে মিঠুনের  'ডিস্কো ড্যান্সার' (Disco Dancer) সিনেমাটি।

Latest Videos

 

আরও পড়ুন-'প্রেমের তেমন গল্পই নেই' স্ত্রী চিত্রানীকে নিয়ে কেন এমন আক্ষেপ বাপ্পিদার

আরও পড়ুন-এক বছরে ৩৩টি ছবিতে কাজ, গিনেস বুকেও উজ্জ্বল উপস্থিতি বাপ্পি দা-র

আরও পড়ুন-বাপ্পি লাহিড়ির সংগ্রহের এই বিপুল সোনা কে পাচ্ছে, জেনে নিন

 

আটের দশকে যখন গোটা বিশ্বে ডিস্কো মিউজিক জনপ্রিয়তা পেতে থাকে তখনই ১৯৮২ সালে 'ডিস্কো ডান্সার' এর 'জিমি জিমি' গানের কালে রাশিয়ার মানুষ বুঁদ হয়। সেই সঙ্গে রাশিয়ান মহিলাদের ক্রাশে পরিণত হন মিঠুন চক্রবর্তী। এখনও রাশিয়ার টেলিভিশনে এই ছবিগুলি দেখানো হয়। এবার আর কাছ থেকে দেখা যাবে না  ডিস্কো কিং বাপ্পি লাহিড়িকে। মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ-ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি ( Bappi Lahiri Death)  । মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ি। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। অনেকদিন ধরেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বাপ্পি দা। একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর শেষরক্ষা হল না। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari