আট মাসের গর্ভবতীকে ছুরির আঘাত, মৃত্যুর আগে হল প্রসব

  • আট মাসের গর্ভবতীকে ছুরির আঘাত
  • ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ওই তরুণী
  • মৃত্যুর আগে প্রসব করলেন ওই মহিলা
  • ঘটনায় শোক প্রকাশ করলেন লন্ডনের মেয়র
Indrani Mukherjee | Published : Jul 2, 2019 4:51 PM

রাস্তার মাঝখানে আট মাসের প্রসূতিকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করল এক ব্যক্তি। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। আর তারপরই সন্তান প্রসব করেন তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ লন্ডনের ক্রয়ডন-এ।

 ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করেন ওই শিশুসন্তানটিকে। ততক্ষণে মৃত্যু হয়েছে ২৬ বছর বয়সী ওই মহিলার। গর্ভবতীকে হত্যার সন্দেহে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে। তাঁকে এই মুহূর্তে জেল হেফাজতে  রাখান নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই ঘটনার তদন্দ করেতে শুরু করেছেন। মেট্রোপলিটান পুলিশের তরফ থেকে জানা গিয়েছে,শিশুটিকে উদ্ধার করে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তার  অবস্থা ছিল আশঙ্কাজনক। মৃত মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Latest Videos

মায়ের প্রাতঃরাশ বাকি, ছেড়ে দিয়েছে ট্রেন, চেন টেনে শ্রীঘরে ঠাঁই হল ছেলের

তবে ঠিক কী কারণে ২৬ বছর বয়সী ওই তরুণীকে খুন করা হল, সে কারণটি এখনও স্পষ্ট নয়। তদন্তের সাপেক্ষে মৃত এবং অভিযুক্তের নাম গোপন রাখা হয়েছে। ঘটনার জেরে দুঃখ প্রকাশ করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেন, 'মহিলাদের ওপর হয়ে চলা আক্রমণ আমাদের সমাজে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই মর্মান্তিক ঘটনা বলে দেয় যে আমরা কী ধরণের সমাজে বাস করছি।'

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee