Gang rape in Metaverse: মেটাভার্সে পা রাখতেই 'গণধর্ষণ', ট্রমা কাটছে না মহিলার

'মেটাভার্সে' (Metaverse) সাইন ইন করার ৬০ সেকেন্ডের ভিতরেই, ৩-৪ জন পুরুষ অবতার, তাঁর অবতারকে যৌন হেনস্থা করেছে এবং গণধর্ষণ করেছে বলে অভিযোগ লন্ডনের (London) এক মহিলার। একটি ব্লগে তিনি ভার্চুয়াল জগতে তাঁর হাড় হিম করা অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। 
 

সত্যিকারের পৃথিবী এবং ভার্চুয়াল দুনিয়া - এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয়েছে 'মেটাভার্স' (Metaverse)। এমন এক জগৎ, যেখানে ব্যবহারকারীরা নিজেরা নয়, বরং দেখা-সাক্ষাত হয় তাদের 'অবতার'দের। কোনও ঘটনাই সত্যিকারের না ঘটলেও, ব্যবহারকারীদের মনে হবে, যেন সবকিছুই বাস্তবে ঘটছে। আর, এই মেটাভার্সে সাইন ইন করার ৬০ সেকেন্ডের ভিতরেই, অন্যান্য পুরুষ ব্যবহারকারীরা তাঁকে যৌন হেনস্থা করেছে এবং গণধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন এক মহিলা। একটি ব্লগ পোস্ট করে তিনি তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। এরপরই, প্রশ্ন উঠেছে মেটাভার্সের নিরাপত্তা নিয়ে।

লন্ডনের (London) বাসিন্দা ওই মহিলা ভারতীয় বংশোদ্ভূত। নাম নিনা জেন প্যাটেল, বয়স ৪৩ বছর। তিনি কাবুনি ভেঞ্চার্স (Kabuni Ventures) নামে, এক ইমার্সিভ টেকনোলজি সংস্থায় মেটাভার্স নিয়ে গবেষণার কাজ করেন। সম্প্রতি এক ব্লগ পোস্টে তিনি জানিয়েছেন, গবেষণার কাজেই তিনি মেটাভার্সে সাইন ইন করেছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ৩-৪ জন পুরুষের অবতার, তাঁর মেটাভার্স অবতারকে মৌখিক এবং শারীরিকভাবে যৌন হেনস্থা করতে শুরু করেছিল। তারপর সেই পুরুষরা তাঁর অবতারকে গণধর্ষণ করে। 

Latest Videos

সেখানেই শেষ নয়, সেই ধর্ষণকাণ্ডের ছবিও তোলে। এমনকী এক পুরুষ তাঁকে বলে, 'এমন ভাব দেখিও না, যে তুমি এটা পছন্দ করছ না'। ওই মহিলাকে অসহায়ভাবে নিজের অবতারকে, একদল পুরুষ অবতারের দ্বারা যৌন ধর্ষণের শিকার হতে দেখতে হয়েছিল। তাঁর অবতারের উপর ক্রমাগত অত্যাচার হওয়ার শব্দ শুনতে না পেরে, একসময় তিনি তাঁর হেডফোনের তার ছিঁড়ে ফেলেছিলেন। তারপর থেকে সেই ভয়াবহ ঘটনার মানসিক উদ্বেগ থেকে এখনও মুক্ত হতে পারেননি তিনি। তিনি আরও জানিয়েছেন, ওই ভয়ানক অভিজ্ঞতা এত দ্রুত ঘটে, যে মেটাভার্সে যে নিরাপত্তা সংক্রান্ত প্রতিবন্ধকতা স্থাপন করা যায়, তার কথা তাঁর মাথায় আসারও সময় পায়নি। ঘটনার ভয়াবহতায় মানসিক স্থবিরতা এসে গিয়েছিল তাঁর। 

এক বছর আগে শুধুমাত্র আমন্ত্রণের ভিত্তিতে সোশ্যাল মিডিয়া সংস্থা ফেসবুকের (Facebook) মালিক 'মেটা' (Meta) সংস্থা, 'হরাইজন ওয়ার্ল্ডস' (Horizon Worlds) নামে তাদের মেটাভার্সটির বিটা সংস্করণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল। এরপর ২০২১ সালের ৯ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ১৮ বছর ও তার ঊর্ধ্ব বয়সীদের জন্য এটি চালু করা হয়েছে। এখানে সাইন ইন করে একটি অনলাইন ভার্চুয়াল জগতে বিশ্বের অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে 'অবতার' রূপে যোগাযোগ করা যাবে। একইসঙ্গে ভার্চুয়াল জগতের যে কোনও শহর, গ্রাম বা ক্যাফেটেরিয়া মতো ভার্চুয়াল জায়গায় ভ্রমন করা যায়। আর এই জায়গার সংখ্যা ক্রমে বাড়ছে। 

নিনা জেন প্যাটেলের অভিজ্ঞতা জানতে পেরে দুঃখ প্রকাশ করেছে মেটা সংস্থা। তারা এক বিবৃতিতে বলেছে, তারা চায় 'হরাইজন ওয়ার্ল্ডস'এ সবাই ইতিবাচক অভিজ্ঞতা লাভ করুক। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এমন ব্যবস্থা করছেন, যাতে সকলে সহজেই নিরাপত্তা সরঞ্জামগুলি খুঁজে পান। এই ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে সেগুলি সহায়তা করবে বলেই দাবি করেছেন তিনি। নিনা জেন-এর মতো ঘটনা ঘটলে, ওই নিরাপত্তা সরঞ্জামগুলি মেটা সংস্থাকে সেই ঘটনার তদন্ত করতে এবং পদক্ষেপ নিতে সাহায্য করে।

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari