বিমানবন্দরের ছাদ ফুটো, পড়ছে অঝোরে বৃষ্টি, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

  • লন্ডন বিমানবন্দরের ছাদ বেয়ে পড়ছে জল
  • রাতারাতি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • এই ঘটনায় কার্যত হতবাক নেটিজেনরা
  • দেখুন সেই ভিডিও

Indrani Mukherjee | Published : Aug 12, 2019 11:53 AM IST

কলকাতা মেট্রোর একাধিক স্টেশনে ছাদ চুঁয়ে জল পড়ার দৃশ্য অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সম্প্রতি লন্ডন বিমানবন্দরের যে দৃশ্য ভাইরাল হয়েছে তা কার্যতই অবিশ্বাস্য। কারণ লন্ডনের মতো শহরের বিমানবন্দরের ছাদ চুঁয়ে জল বেরচ্ছে এই ঘটনা নিঃসন্দেহে অবাক করা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লন্ডনের লুটন বিমানবন্দরের ছবি। ভাইরাল হওয়া ওই ভিডিও-তে দেখা গিয়েছে লুটন বিমানবন্দরের ছাদ বেয়ে অঝোর ধারায় পড়ছে জল। ব্যস্ত সময়ে বিমানবন্দরের টার্মিনার্সের ভেতর এমন অঝোর ধারায় জল পড়তে দেখে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখ তে তৎপর হয়ে উঠেছেন সকলে। নিমেষের মধ্যেই বিমানবন্দরের ভেতরে কার্যত জল থইথই অবস্থা। 

 

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত কয়েকদিবন ধরেই সারা ব্রিটেন জুড়ে চলছে ভারী বৃষ্টিপাত সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আর এর ফলেই প্রায় পনের মিনিট ধরে বিমানবন্দরের ভিতরে এভাবেই জল পড়তে থাকে। পরে অবশ্য তা সারিয়ে তোলা হয়। তবে বিমানবন্দরের ছাদ এভাবে ফুটো হয়ে গিয়ে জল পড়ার কারণে বিমান উড়ানেও বিলম্ব হয় বলে জানা গিয়েছে। 

Share this article
click me!