কিশোরের রহস্যমৃত্যু, হোটেলের ঘরে মিলল পচাগলা দেহ

 

  • কালনায় কিশোরের রহস্যমৃত্যু 
  • হোটেলের ঘরে মিলল পচাগলা দেহ
  • খুনের অভিযোগ করেছে পরিবারের লোকেরা
  • আটক হোটেল মালিক-সহ দু'জন
     

খুব বেশিদিন হয়নি, কাজে দিয়েছিল সে। হোটেলের ঘর থেকে এক  কিশোরের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাটে। দু'জনকে আটক করেছে পুলিশ।

মৃতের নাম রাকেশ দেবনাথ। দিন কুড়ি আগে নানদঘাটের তুলসীডাঙায় এলাকায় হোটেল কাজে দিয়েছিল ওই কিশোর। দিনভর হোটেলে কাজ করার পর রাতে রাকেশ বাড়ির ফিরে যেত বলে জানা গিয়েছে। পরিবারের লোকেদের দাবি, রোজকার মতোই গত ১৪ জানুয়ারিও হোটেলে যাবে বলেই বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোর। কিন্তু আর বাড়ি ফেরেনি সে।  গত কয়েক দিন ধরে তাঁর কোনও খোঁজও পাওয়া যায়নি। 

Latest Videos

আরও পড়ুন: ছাত্রীদের 'শ্লীলতাহানি'র চেষ্টা বিএসএফ জওয়ানের, নেতাজির জন্মদিনে তোলপাড় মেখলিগঞ্জ

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নাদনঘাট এলাকার যে হোটেলে রাকেশ কাজ করত, সেই হোটেল থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। খবর দেওয়া হয় থানায়। হোটেলের একটি ঘর থেকে রাকেশ দেবনাথের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই হোটেলের যিনি মালিক, তিনি হোটেলটি দেখাশোনা করেন না। লিজে হোটেল চালান অন্য একজন। আটক করা হয়েছে দু'জনকেই।

কিন্তু হোটেলের কর্মী রাকেশ দেবনাথ মারা গেল কী করে? খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকেরা। তাঁদের বক্তব্য, ওই হোটেলে অসামাজিক কাজকর্ম চলত এবং সম্ভবত তা জেনে ফেলেছিল কিংবা দেখে ফেলেছিল  রাকেশ। তাই তাকে খুন করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।


 

Share this article
click me!

Latest Videos

Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!