হঠাৎই অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা, দেখে হতবাক গ্রাহক

Published : Feb 18, 2020, 01:14 AM ISTUpdated : Feb 19, 2020, 10:17 PM IST
হঠাৎই অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা, দেখে হতবাক গ্রাহক

সংক্ষিপ্ত

এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ  হঠাৎই অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা যা ঘিরে হৈচৈ পড়ে গেল এলাকায় কদিন আগে একই ঘটনা ঘটেছিল বাঁকুড়ায়    

এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ। হঠাৎই অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা। যা ঘিরে হৈচৈ পড়ে গেল এলাকায়। কদিন আগে একই ঘটনা ঘটেছিল বাঁকুড়ায়। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল পূর্ব বর্ধমানের কালনায় । 

 এবার কিডনিতেও ছড়াল সংক্রমণ, পোলবায় জখম ঋষভের অবস্থার আরও অবনতি

গ্রামবাসীরা জানান, এদিন হঠাৎই গ্রাহকদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকতে শুরু করে।  আর তারই জেরে অ্যাকাউন্টে টাকা পড়েছে কিনা দেখার হিড়িক পড়ে যায়। যার জেরে ব্যাংকের সামনে দীর্ঘ লাইন তৈরি হয়। এমনই ছবি ধরা পড়ল ধাত্রীগ্রাম এসবিআই ও নান্দাইর ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখাতে। গত শুক্রবার রাত থেকে এক ইন্সুরেন্স কোম্পানির তরফে নান্দাই-এর  ঘুঘুডাঙ্গা, নতুনগ্রাম, গাবতলা এলাকার বেশকিছু মানুষের কাছে মোবাইলে এসএমএস মারফত টাকা ঢোকার মেসেজ আসে। 

সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, দেশের একাধিক জায়গায় ঝড়ের পূর্বাভাস

অনেকে সোমবার কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকল সেই জানতে পাস বই আপডেট করানোর জন্যে কালনার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভিড় জমায়। অ্যাকাউন্টে টাকা ঢোকার বিষয়টা সত্যি জানতে পারে। তারপরই অ্যাকাউন্টে টাকা তোলার জন্য  লম্বা লাইন দেয় । এই বিষয়ে দুই ব্যাংকের ম্যানেজারের দাবি কিছু ইন্স্যুরেন্স কোম্পানির টাকা ঢুকেছে কিছু গ্রাহকের অ্যাকাউন্টে। তারপরই বেশিভাগ মানুষ ব্যাংকের সামনে ভিড় জমাচ্ছে। জানা গেছে, এক হাজার থেকে এক লক্ষ টাকা অবধি টাকা ঢুকেছে বিভিন্ লোকের অ্যাকাউন্টে। যদিও বেশিরভাগই গুজব বলে জানান ব্যাঙ্কেরই এক গ্রাহক।

কী গল্প কলকাতাকে শোনাল রোবট কন্যা সোফিয়া, দেখুন সেরা ১২ ছবি

PREV
click me!

Recommended Stories

অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া কার্তিক মহারাজের?
West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন