ভাঙতে পারে বাকি অংশ,বর্ধমানের স্টেশন ভবনের স্বাস্থ্য় পরীক্ষায় আইআইটি খড়গপুর

Published : Jan 05, 2020, 05:29 PM ISTUpdated : Jan 05, 2020, 06:06 PM IST
ভাঙতে পারে বাকি অংশ,বর্ধমানের স্টেশন  ভবনের স্বাস্থ্য় পরীক্ষায় আইআইটি খড়গপুর

সংক্ষিপ্ত

ভেঙে পড়তে পারে কি বর্ধমান স্টেশন ভবনের বাকি অংশ  তড়িঘড়ি স্বাস্থ্য় পরীক্ষার সিদ্ধান্ত নিল রেল  পরামর্শ নেওয়া হল আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ারদের থেকে  শীঘ্রই স্টেশন ভবনের শক্তি পরীক্ষায় নামছে আইআইটি-র হাই পাওয়ার কমিটি 

ভেঙে পড়তে পারে কি বর্ধমান স্টেশন ভবনের বাকি অংশ, তড়িঘড়ি স্বাস্থ্য় পরীক্ষার সিদ্ধান্ত নিল রেল। পরামর্শ নেওয়া হল আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ারদের থেকে। শীঘ্রই স্টেশন ভবনের শক্তি পরীক্ষায় নামছে আইআইটি-র হাই পাওয়ার কমিটি। ঘটনাস্থল দেখে এমনটাই জানালেন পূর্ব রেলের জেলারেল ম্যানেজার সুনীত শর্মা।

শনিবার রাতে হঠাৎই ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের দোতলা মূল ভবনের একটি বড় অংশ। যে অংশটি ভেঙে পড়ে, সেটির নীচেই ছিল অনুসন্ধান কেন্দ্র। ব্যস্ত সময়ে স্টেশনে বহু যাত্রী থাকায় প্রথমে অনেকেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল।  পরে অবশ্য জানা যায়, যা আশঙ্কা করা হয়েছিল  তা ভুল। ঘটনায় মাত্র দু' জনের গুরুতর আঘাত লাগে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এক যাত্রীর এ দিন সকালে বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু হয়। 

এদিন সকালেই স্টেশন ভবনের বাকি অংশের নীচে লোহার বিমের সাপোর্ট দেওয়া হয়। ঘটনাস্থলের পরিস্থিতি দেখতে যান পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা। তিনি জানান, ভবনটি ১৯০৫ সালে তৈরি। শেষ কবে তাঁর স্বাস্থ্য় পরীক্ষা হয়েছে তা তিনি জানেন না।  ভবনের বাকি অংশটুকুও কতটা নিরাপদ, তা নিয়েও সবার মনেই সংশয় থাকছে। সেকারণে আইআইটি  খড়গপুরের সঙ্গে আলোচনা শুরু করেছেন তারা। শীঘ্রই আইআইটি খড়গপুর থেকে একটি হাই পাওয়ার্ড কমিটি বিল্ডিংয়ের স্বাস্থ্য় পরীক্ষায় আসবে। এরপরই বিল্ডিং নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারবে রেল।

তবে বর্ধমান স্টেশন ভবন ভেঙে পড়া নিয়েও শুরু হয়েছে রাজনীতি। তৃণমূলের প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বর্ধমান স্টেশন বিল্ডিংয়ের অবস্থা কেন্দ্রীয় সরকারের মতো। বাইরে চাকচিক্য় থাকলেও  ভিতরে ফাঁপা। রেলের অসাবধানতায় অভাবে এই দুর্ঘটনায় আরও অনেকের প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল। যদিও সতর্কতার অভাবের কথা স্বীকার করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সতর্কতার অভাবেই বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। যে সংস্থা মেরামতির দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।  

PREV
click me!

Recommended Stories

১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, তার আগে আজই পৌঁছে গেছে BLO-দের কাছে
'মেসি ভক্তরা জেলে, অরূপ-সুজিত জেলের বাইরে কেন?' হলদিয়ায় হাইভোল্টেজ প্রশ্ন শুভেন্দুর