মদের টাকা দেয়নি মা, পুড়িয়ে মারতে বাড়িতে আগুন ধরালো ছেলে

Published : Jan 07, 2020, 01:58 PM IST
মদের টাকা দেয়নি মা, পুড়িয়ে মারতে বাড়িতে আগুন ধরালো ছেলে

সংক্ষিপ্ত

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা মাকে পুড়িয়ে মারার চেষ্টা ছেলের  মদের টাকা না পেয়ে খুনের চেষ্টার অভিযোগ অভিযুক্তকে আটক করেছে পুলিশ

মদ খাওয়ার টাকা না পেয়ে ঘুমন্ত অবস্থাতেই বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার চেষ্টা ছেলের। নৃশংস এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের  পূর্বস্থলীর দক্ষিণ শ্রীরামপুর বাজার এলাকায়। অভিযোগ, মা ঘুমিয়ে থাকা অবস্থাতেউ বাড়িতে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত। অগ্নিদগ্ধ বৃদ্ধা হাসাপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে নাদনঘাট থানার পুলিশ। 

আহত ওই বৃদ্ধার নাম বাসনা দেবনাথ। প্রতিবেশীদের অভিযোগ, প্রায় দিনই মদ্যপ অবস্থা বাড়ি ফিরে মাকে পুড়িয়ে মারার কথা বলতো বাসনা দেবনাথ এর ছেলে শম্ভু দেবনাথ। সোমবার রাতে হঠাৎই বাসনাদেবীর বেড়ার ঘরে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। তাঁরাই কোনওক্রম ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে দীনেশ দেবনাথ নামে এক প্রতিবেশীর বাড়িও আগুনে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। 

বাসনাদেবীর ছেলে শম্ভুই এই কাণ্ড ঘটিয়েছে সন্দেহ করে তাকে আটকে রাখেন প্রতিবেশীরা। তাকে একটি গাছে বেঁধে রাখা হয়। যদিও শম্ভু অভিযোগ অস্বীকার করে। পরে অভিযুক্তকে নাদনঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 

PREV
click me!

Recommended Stories

'মাঘের শীত বাঘের গায়ে' প্রবাদ প্রমাণে উঠেপড়ে লেগেছে শীত, ঠান্ডায় শ্রীনিকেতনকে হারাল কল্যাণী
'স্বামীজি হলেন আসল যুবরাজ অন্য কেউ নয়' সিমলা স্ট্রিট থেকে বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | BJP