বর্ধমানে এবিভিপি-র মিছিল আটকাল পুলিশ,রাস্তায় বসে বিক্ষোভ বিদ্য়ার্থীদের

  •  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল আটকাল পুলিশ
  • বর্ধমানে মিছিল আটকাতেই রাস্তায় এবিভিপি-র সমর্থকরা
  • রাস্তা আটকানোর অভিযোগে বিদ্যার্থীদের আটক করে পুলিশ
  • মিছিল ঘিরে বর্ধমানের মেহেদিবাগানে উত্তেজনা

সাধারণতন্ত্র দিবসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল আটকাল পুলিশ। বর্ধমানে মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন এবিভিপি-র সমর্থকরা। পরে রাস্তা আটকানোর অভিযোগে বিদ্যার্থীদের আটক করে পুলিশ। 

এবিভিপির অভিযোগ, আগে থেকেই সাধারণতন্ত্র দিবস পালনের অনুমতি নেওয়া ছিল পুলিশের থেকে। মিছিলের প্রথম থেকেই জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছিল সংগঠনের কর্মী সমর্থকরা। মাঝে কিছু সংগঠনের পতাকা ছিল। এদিন সকালে কর্মসূচি অনুযায়ী বর্ধমানের মেহেদিবাগান থেকে এবিভিপির সমর্থকরা একটি মিছিল করে। স্টেশনের কাছে আসতেই মিছিল আটকে দেয় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে ক্ষুদ্ধ মিছিলকারীরাদের বচসা বাধে। পরে জিটি রোডের উপর বসে পড়ে মিছিলকারীরা।

Latest Videos

যদিও সাধারণতন্ত্র দিবসে মিছিলের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। সেকারণেই মিছিল আটকানো হয়েছে, যদিও এবিভিপি-র সমর্থকেরা সেই বক্তব্য উড়িয়ে দিয়ে জানায়, অনুমতি নিয়েই তারা এই কার্যক্রম করছিল। পুলিশ ১৫ সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়। রাজ্য়ের সাম্প্রতিক অতীত বলছে, সিএএ-র সমর্থনে মিছিল করতে গিয়ে বার বার বাধা পেয়েছে গেরুয়া ব্রিগেড। বিজেপির  অভিযোগ, বেশিরভাগ জায়গায় তৃণমূলের কর্মীরা বিজেপির মিছিলে হামলা করেছে। অন্যথায় মিছিল আটকে দিয়েছে খোদ পুলিশ। 

শনিবার হালি শহরে এমনই একটি ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। এ বষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। সিএএ নিয়ে প্রচারের কথা বলা হলে,২৭ তরিখের পর অনুমতি দেওয়ার বিষয়টা ভেবে দেখবেন বলে জানান স্থানীয় থানার আধিকারিক।   

Share this article
click me!

Latest Videos

‘কী সাহস! বলছে রাম মন্দির ভাঙবে!’ মহারাষ্ট্রের মাটিতে বিস্ফোরক শুভেন্দু! | Suvendu Adhikari News
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today