বর্ধমানে এবিভিপি-র মিছিল আটকাল পুলিশ,রাস্তায় বসে বিক্ষোভ বিদ্য়ার্থীদের

  •  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল আটকাল পুলিশ
  • বর্ধমানে মিছিল আটকাতেই রাস্তায় এবিভিপি-র সমর্থকরা
  • রাস্তা আটকানোর অভিযোগে বিদ্যার্থীদের আটক করে পুলিশ
  • মিছিল ঘিরে বর্ধমানের মেহেদিবাগানে উত্তেজনা

সাধারণতন্ত্র দিবসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল আটকাল পুলিশ। বর্ধমানে মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন এবিভিপি-র সমর্থকরা। পরে রাস্তা আটকানোর অভিযোগে বিদ্যার্থীদের আটক করে পুলিশ। 

এবিভিপির অভিযোগ, আগে থেকেই সাধারণতন্ত্র দিবস পালনের অনুমতি নেওয়া ছিল পুলিশের থেকে। মিছিলের প্রথম থেকেই জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছিল সংগঠনের কর্মী সমর্থকরা। মাঝে কিছু সংগঠনের পতাকা ছিল। এদিন সকালে কর্মসূচি অনুযায়ী বর্ধমানের মেহেদিবাগান থেকে এবিভিপির সমর্থকরা একটি মিছিল করে। স্টেশনের কাছে আসতেই মিছিল আটকে দেয় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে ক্ষুদ্ধ মিছিলকারীরাদের বচসা বাধে। পরে জিটি রোডের উপর বসে পড়ে মিছিলকারীরা।

Latest Videos

যদিও সাধারণতন্ত্র দিবসে মিছিলের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। সেকারণেই মিছিল আটকানো হয়েছে, যদিও এবিভিপি-র সমর্থকেরা সেই বক্তব্য উড়িয়ে দিয়ে জানায়, অনুমতি নিয়েই তারা এই কার্যক্রম করছিল। পুলিশ ১৫ সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়। রাজ্য়ের সাম্প্রতিক অতীত বলছে, সিএএ-র সমর্থনে মিছিল করতে গিয়ে বার বার বাধা পেয়েছে গেরুয়া ব্রিগেড। বিজেপির  অভিযোগ, বেশিরভাগ জায়গায় তৃণমূলের কর্মীরা বিজেপির মিছিলে হামলা করেছে। অন্যথায় মিছিল আটকে দিয়েছে খোদ পুলিশ। 

শনিবার হালি শহরে এমনই একটি ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। এ বষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। সিএএ নিয়ে প্রচারের কথা বলা হলে,২৭ তরিখের পর অনুমতি দেওয়ার বিষয়টা ভেবে দেখবেন বলে জানান স্থানীয় থানার আধিকারিক।   

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari