গ্রামের মহিলাকে 'ডাইনি' ঘোষণা, পাড়াছাড়া করার নিদানে ধুন্ধুমারকাণ্ড আউশগ্রামে

  • আদিবাসী মহিলাকে 'ডাইনি' অপবাদ
  • পাড়াছাড়া করার নিদানে তুমুল অশান্তি
  • বিক্ষোভের মুখে পড়ল পুলিশ
  • ঘটনাস্থল, বর্ধমানের আউশগ্রাম
     

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান:  ডিজিটালে যুগেও মধ্যযুগীয় কুসংস্কার! ডাইনি অপবাদে মহিলাকে গ্রামছাড়া করার নিদানকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড। বিক্ষোভের মুখে পড়লেন পুলিশকর্মীরাও। চলল পথ অবরোধ। ঘটনাস্থল, পূর্ব বর্ধমানের আউশগ্রাম।

আরও পড়ুন: জলঙ্গীতে NIA হানা দিতেই পালাল সপ্তম জঙ্গি, ধৃত ৬ জঙ্গিকে দিল্লিতে জেরার সম্ভাবনা

Latest Videos

জানা গিয়েছে, আউশগ্রামের দিগনগর আদিবাসী পাড়ায় যাঁরা বসবাস করেন, তাঁদের বেশিভাগই হতদরিদ্র। জনমজুরি করে দিন গুজরান করেন তাঁরা। মঙ্গলবার মনসা পুজো ছিল গ্রামে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সেদিন নদীতে স্নান সেরে ফেরার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন বুধিন বাস্কে নামে এক মহিলা। খাওয়াদাওয়া  ছেড়ে দিয়ে গ্রামের ঠাকুরতলায় টানা পাঁচদিন হত্যে দিয়ে পড়েছিলেন তিনি। কী ব্যাপার? গ্রামবাসীদের ধারণা হয়, বুধিনের উপর নাকি দেবতা ভর করেছে! এরপর রবিবার সকলের সামনে তিনি ঘোষণা করেন, আদিবাসী পাড়ার এক মহিলা ডাইনি। তাঁকে না তাড়ালে এলাকায় বিপদ ঘনিয়ে আসবে। ব্যস আর যায় কোথায়!

আরও পড়ুন: স্টেশনের প্লাটফর্ম থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে রহস্য, খুনের অভিযোগ পরিবারের

বুধিন বাস্কে নিদান দেওয়ার পরেই তৎপর হয়ে ওঠেন গ্রামবাসীরা। যে মহিলাকে 'ডাইনি' অ্যাখ্যা দেওয়া হয়, সেই মহিলার বাপের বাড়িতে ফোন করা হয়। ফোনে বলা হয়, অবিলম্বে যেন ওই মহিলাকে গ্রাম থেকে নিয়ে চলে যান তাঁরা। কিন্তু বাপের বাড়ির লোকের সেকথা শোনেননি। আর তাতেই ধৈর্য্যের বাঁধ ভাঙে স্থানীয় বাসিন্দাদের। এরপর তাঁরা নিজেরাই ওই মহিলাকে গ্রামছাড়া করার উদ্যোগ নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, ওই মহিলাকে উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়েন পুলিশকর্মীরা। পুলিশের গাড়ি ঘেরাও করে রাখা হয় দীর্ঘক্ষণ। অবরোধ শুরু হয়ে যায় গুসকরা-মানকর রোডে। দিনভর অশান্তির চলার পর সন্ধের দিকে যখন বর্ধমান থেকে র‍্যাফ ও অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছয় গ্রামে, তখন পুলিশকর্মীদের লক্ষ্য তির ছোঁড়া হয় বলে অভিযোগ। পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশও। শেষপর্যন্ত অবশ্য ওই মহিলাকে উদ্ধার করা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে চারজনকে।

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি