স্টেশনের প্লাটফর্ম থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে রহস্য, খুনের অভিযোগ পরিবারের

Published : Sep 21, 2020, 11:14 AM ISTUpdated : Sep 21, 2020, 03:24 PM IST
স্টেশনের প্লাটফর্ম থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে রহস্য,  খুনের অভিযোগ পরিবারের

সংক্ষিপ্ত

জনশূন্য়হীন প্লাটফর্মে তরতাজা যুবকের দেহ উদ্ধার যুবকের সারা শরীরে ধারাল অস্ত্রের কোপ রক্তাক্ত অবস্থায় দেহ দেখতে পান স্থানীয়রা একুশের বছরের যুবকের মৃত্যুতে রহস্য  

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া-জনশূণ্যহীন রেল স্টেশনের প্লাটফর্ম থেকে এক তরতাজা যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। সোমবার সকালে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্র দিয়ে যুবককে খুন করা হয়েছে বলে অনুমান।

আরও পড়ুন-তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ, করোনা যোদ্ধাকে বাড়িছাড়া করার অভিযোগ

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি রেল স্টেশনে। সকালে স্টেশনের তরতাজা যুবকের দেহ পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়ায়। জানা যায়, মৃত একুশ বছরের যুবকের নাম বিক্রম ঘোষ। ওই এলাকার বাসিন্দা। দুধ বিক্রি করত বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তাঁদের।

কোভিড যোদ্ধাদের জন্য বিশেষ ছাড়, পুজোর বাজারে এল 'করোনা শাড়ি'

জানাগেছে, দুধ ব্যবসার জন্য মুর্শিদাবাদের কয়েকজন ব্যক্তির সঙ্গে ম্যাটাডোরে করে কলকাতায় গিয়েছিল দুধের ছানা কিনতে। কিন্তু রাতে বাড়ে ফেরেনি ওই যুবক বিক্রম ঘোষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  


 

PREV
click me!

Recommended Stories

'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির