Gold Price Today- বিয়ের মরশুমের মধ্যেই আবারও পড়ল সোনার দাম, জেনে নিন কত হল আজ

Published : Nov 28, 2021, 11:53 AM IST
Gold Price Today- বিয়ের মরশুমের মধ্যেই আবারও পড়ল সোনার দাম, জেনে নিন কত হল আজ

সংক্ষিপ্ত

আজ আবার বেশ খানিকটা পড়েছে যার জেরে কততে দাড়িয়ে রয়েছে আজ সোনার মূল্য, চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দাম...  

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আবারও কয়েকদিনের মধ্যেই আয়ত্তে এল সোনার দাম। শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম, আর এর মাঝেই আবার পড়ল সোনার দাম। যার জেরে মধ্যবিত্তের মুখে হাসি এল ফিরে। ১৩ নভেম্বরের পরে কয়েকদিন বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। তবে আজ আবার বেশ খানিকটা পড়েছে যার জেরে কততে দাড়িয়ে রয়েছে আজ সোনার মূল্য, চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দাম...
২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৭০০ টাকা, আজ সেই দাম কমে হয়েছে- ৪৬৯৯ টাকা। ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ৮ গ্রাম দাম গতকাল ছিল ৩৭৬০০ টাকা, আজ সেই দাম কমে হয়েছে- ৩৭৫৯২ টাকা। ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১০ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৭০০০ টাকা, আজ সেই দাম কমে হয়েছে- ৪৬৯৯০ টাকা। ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১০০ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৭০০০০ টাকা, আজ সেই দাম কমে হয়েছে- ৪৬৯৯০০ টাকা। 
২৪ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৯৭০ টাকা, আজ সেই দাম কমে হয়েছে- ৪৯৬৯ টাকা। ২৪ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ৮ গ্রাম দাম গতকাল ছিল ৩৯৭৬০ টাকা, আজ সেই দাম কমে হয়েছে- ৩৯৭৫২ টাকা। ২৪ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১০ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৯৭০০ টাকা, আজ সেই দাম কমে হয়েছে- ৪৯৬৯০ টাকা। ২৪ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১০০ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৯৭০০০ টাকা, আজ সেই দাম কমে হয়েছে- ৪৯৬৯০০ টাকা। 
 

PREV
click me!

Recommended Stories

কয়েক মিনিটেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! পার্সোনাল লোন অ্যাপের এই সুবিধাগুলি জেনে নিন
আকাশছোঁয়া বিমান ভাড়া রুখতে সরকারের নয়া নির্দেশ! ফ্লাইট বুকিং-এর আগে দেখে নিন নির্ধারিত তালিকা