এবার পুষ্পার পোস্টার শাড়িতে, ছবি পোস্ট হতেই ভাইরাল নেটদুনিয়ায়

বর্তমানে পুষ্পা জ্বরে কাবু গোটা দেশ। এই ট্রেন্ডকেই বাণিজ্যিক আঙ্গিকে কাজে লাগিয়েছেন সুরাটের চরণজিত ক্রিয়েশন নামে একটি দোকানের মালিক চরণপাল সিং। শাড়িতে তুলে ধরেছেন পুষ্পার পোস্টার। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে বস্ত্রব্যবসায়ীদের কাছে। 
 

বর্তমানে পুষ্পা (Pushpa) জ্বরে কাবু গোটা দেশ। জেন ওয়াই থেকে শুরু করে মধ্যবয়স্ক সকলের মুখেই এখন শুধু পুষ্পা আর পুষ্পা। আর এই ছবির আইটেম সং-র কথা আর নতুন করে বলার অবকাশই রাখে না। পুষ্পাতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ফিল্ম সমালোচক থেকে দর্শক। বলতে গেলে পুষ্পার ট্রেন্ডে (Pushpa Trend) একপ্রকার গা ভাসিয়েছে ১৩ থেকে ৮৩ । করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। আর এই সময় হলমুখী হয়েছে দর্শক। পুষ্পার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে এবার সিনেমার দৃশ্য সোজা নেমে এসেছে শাড়িতে। হ্যাঁ, সিনেমার পোস্টারই ছাপানো হয়েছে শাড়ি (Pushpa Poster In saree) জুড়ে। বিভিন্ন প্রিন্টেট শাড়ি হালফ্যাশনের যুগে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। জামাকাপড়ের ওপর কোনও সুপারস্টারের ছবি থাকাটা কিন্তু খুব স্বাভাবিক, আমরা অনেক সময়ই এমন দৃশ্য দেখতে পাই। কিন্তু গোটা সিনেমার পোস্টার (Pushpa Poster), এমনটা কিন্তু খুব একটা দেখা যায় না। তবে এবার সেটাই করে দেখাল সুরাটের এক ডিজাইনার (A Designer From Surat)। 

প্রসঙ্গত, পুষ্পা দ্য রাইজের জনপ্রিয়তা এখন গগনচুম্বী বললেও খুব একটা ভুল বলা হবে না। এই ছবির গানে সোশ্যাল মিডিয়াতে রিলের ছড়াছড়ি।  আর এই ট্রেন্ডকেই বাণিজ্যিক আঙ্গিকে কাজে লাগিয়েছেন সুরাটের চরণজিত ক্রিয়েশন নামে একটি দোকানের মালিক চরণপাল সিং। পুষ্পার ট্রেন্ডকে (Pushpa Trend) কাজে লাগিয়েই ব্যবসায় নিয়ে এলেন অভিনবত্ব। আর এই অভিনব আইডিয়াই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। শাড়িতে পুষ্পার পোস্টার (Pushpa Poster) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে গোটা দেশের বস্ত্রব্যবসায়ীদের কাছে। নেটদুনিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই ক্রেতাদের মধ্যে চাহিদাও দেখা যাচ্ছে। অনেক শাড়ি বিক্রেতাদের কাছে এই ধরনের শাড়ির অর্ডার আসা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 

Latest Videos

আরও পড়ুন-অনস্ক্রিনে আল্লু অর্জুনকে পাশে চান আলিয়া, সাক্ষাৎকারে বললেন মহেশ কন্যা

আরও পড়ুন-Pushpa 50 Days Box Office Collection: বক্স অফিসকে ছন্দে ফিরিয়ে পুষ্পা ঝড় অব্যহত, কত কোটির ব্যবসা

আরও পড়ুন-'পুষ্পা'র কায়দায় চন্দন কাঠ পাচারের চেষ্টা, সিনেমার কৌশল খাটল না বাস্তবের পুলিশের সামনে

সুরাটের শাড়ি দোকান চরণজিত ক্রিয়েশনের মালিক  চরণপাল সিং জানিয়েছেন, এই মুহূর্তে নেটদুনিয়ার ভাইরাল হয়েছে পুষ্পা শাড়ি। ইতিমধ্যেই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও ছত্তিশগঢ়ের মত রাজ্যগুলি থেকে ব্যাপকহারে অর্ডার আসাও শুরু হয়ে গিয়েছে। শাড়ি ব্যবসায় এই অভিনবত্ব লাভের পরিমানকেও বেশ অনেকটাই বৃদ্ধি করবে। উল্লেখ্য, সুরাট সম্প্রতি এক ব্যক্তি নিজের বুলেটকে আপাদমস্তক একটা রান্নাঘরের রুপ দিয়েছে। শুধু তাই নয়, সেটি নিয়ে সুরাটের বিভিন্ন এলাকায় দোড়গোড়ায় দাড়িয়ে গরমাগরম স্মোকি গ্রিলড স্যানডুইচ বানিয়ে গ্রাহকদের খুশি করছে। তাই বলাই বাহুল্য, সুরাটে বিভিন্ন ক্ষেত্রেই ব্যবসায় আসছে নিত্য নতুন চমক।  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla