হলদিয়া বিমানবন্দের আধুনিকীকরণ, প্রথমবার পশ্চিমবঙ্গে বিনিয়োগ আদানি গ্রুপের

রাজ্যে প্রথমবার যে বিমানবন্দরের জন্য আদানি গ্রুপ বিনিয়োগ করতে চলেছে সেটি হল হলদিয়া বিমানবন্দর । উল্লেখ্য, হলদিয়া বন্দরের আধুনিকীকরণের  জন্যই মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করছে বেসরকারি পোর্ট অপারেটর সংস্থা আদানি গ্রুপ । ২০২২ সালের এপ্রিলে বেঙ্গল গ্লোবাল সামিটেও তিনি অংশগ্রহণ করতে পারেন। 
 

সম্প্রতি বিজনেজ টাইকুন মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) টেক্কা দিয়ে এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তালিকায় উঠে এল শিল্পপতি গৌতম আদানির নাম (Gautam Adani)।  তারপরই এই রাজ্যে অর্থ্যাৎ পশ্চিমবঙ্গে প্রথমবার বিনিয়োগের খবর প্রকাশ্যে এল। তবে তিনি যে এই রাজ্যের জন্য কিছু বিনিয়োগ করতে চলেছেন সেই বিষয়ে একটা সবুজ সংকেত পাওয়া গিয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamta Banerjee) সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন গৌতম আদানি (Gautam Adani)। গত বৃহস্পতিবার ফের নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বৈঠক করেন গৌতম আদানির ছেলে করণ আদানি। তাঁর সঙ্গে কথা হয় রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীরও। প্রায় ৪০ মিনিট নবান্নে বৈঠক করেন করণ আদানি (Karan Adani)। অনেকে মনে করেছিলেন তাজপুর বন্দর নিয়েই এইআলোচনা পর্ব। তবে এই বিষয় আপাতত কোনও তথ্য মেনেলি। তবে রাজ্যে প্রথমবার যে বিমানবন্দরের (First Time Invest For WB) জন্য আদানি গ্রুপ বিনিয়োগ করতে চলেছে সেটি হল হলদিয়া বিমানবন্দর (To Invest In Haldia Airport)। উল্লেখ্য, হলদিয়া বন্দরের (Haldia Airport) আধুনিকীকরণের  জন্যই মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করছে বেসরকারি পোর্ট অপারেটর সংস্থা আদানি গ্রুপ (Adani Group)। 

হলদিয়া বিমান বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আধুনিকীকরণের ফলে রেলের ওয়াগন এসে এখান থেকে লোড করার সুবিধা পাবে। এছাড়াও স্বয়ংক্রিয় ভাবে লোডিংয়ের কাজ অনেক সুষ্ঠভাবে ও তাড়াতাড়ি করা সম্ভব হবে। আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। যত দূর জানা যাচ্ছে বন্দরের দুই নম্বর বার্থকে আরও উন্নত করে তোলার লক্ষ্যেই আদানি গ্রুপ অর্থাৎ আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনোমিক জোন লিমিটেডের (Adani Ports and Special Economic Zone Limited) এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের জন্য মোট ২৯৮ কোটি টাকা বিনিয়োগ করা হবে আদানি গ্রুপের পক্ষ থেকে এমনটাই জানিয়ছেন হলদিয়া বিমানবন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা (Amalkumar Mahera)। কাজ শেষর জন্য ৩০ মাসে লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থার। উল্লেখ্য, ২০২১ সালের ১ অক্টোবর হলদিয়া ডকের ২ নম্বর বার্থ আধুনিকিকরণের জন্য টেন্ডার খোলা হয়েছিল। সেখানে মোট তিনটি বিডারের মধ্যে টেন্ডার পেয়েছে আদানিরাই। ফলস্বরুপ হলদিয়া বিমানবন্দরের (Haldia Airport) দুই নম্বর বার্থ বার্থকে আধুনিকিকরণের দায়িত্ব পালন করছে আদানি গ্রুপ বা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনোমিক জোন লিমিটেড (Adani Ports and Special Economic Zone Limited)। 

Latest Videos

আরও পড়ুন-পিছিয়ে পড়লেন মুকেশ অম্বানি, এশিয়ার শ্রেষ্ঠ ধনী গৌতম আদানি

আরও পড়ুন-ফের সম্পত্তি বৃদ্ধির নিরিখে মুকেশ আম্বানিকে টেক্কা গৌতম আদানির, ধনী ব্যক্তির তালিকায় ১১ নম্বরে উঠে এলেন আদানি

আরও পড়ুন-Mamata Banerjee: বিনিয়োগের ঝুলি নিয়ে কি নবান্নে গৌতম আদানি, দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে

রাজ্যে প্রথমবার আদানি গ্রুপেপ বিনিয়োগে নতুনভাবে সেজে উঠবে হলদিয়া বন্দর। সেই কথা যেমন বলার অপেক্ষা রাখছে না, ঠিক সেই ভাবেই আরও একটি বিষয় উল্লেখ্য,  গত ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamta Banerjee)সঙ্গে বৈঠকের পর শিল্পপতি গৌতম আদানি কিন্তু সোশ্যাল সাইট টুইটারে লিখেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে তিনি খুশি আর ২০২২ সালের এপ্রিলে বেঙ্গল গ্লোবাল সামিটেও (Bengal Global Business Summit) তিনি অংশগ্রহণের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এখান থেকে স্পষ্ট যে আসন্ন বেঙ্গল গ্লোবাল সামিটেও আদানি গ্রুপের কোনও বিশেষ চমক হয়তো থাকবে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report