একলাফে ১০ হাজার থেকে ১ লাখে পৌঁছাল ই-রুপির টাকার অঙ্ক, সুখবর প্রদানকারী আরবিআই

বৃহস্পতিবার ই-রুপি ডিজিটাল ভাউচারের সীমা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। উল্লেখ্য, ২০২১ সালের এই ই-রুপি লঞ্চ করা হয়েছিল আর এবার ভাউচারের টাকার পরিমান বৃদ্ধি করা হল।

১০ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। আর আমরা সকলেই বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসাবেই মান্যতা দিয়ে থাকি। আর এই লক্ষ্মীবারেই দারুণ খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।  বৃহস্পতিবার ই-রুপি (E-RUPI) ডিজিটাল ভাউচারের (Digital Voucher) সীমা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে (Credit Limit Increase) এক লাখ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হল আরবিআই-এর তরফে (RBI)। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ও রিসার্ভ রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের (RBI Governor) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। সেই সময়ই ই-রুপি ডিজিটাল ভাউচারের (Digital Voucher)সীমা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। এক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধাটি পাওয়া যাবে সেটি হল, ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা ইন্টারনেট পরিষেবা ছাড়াই ই-রুপির (E-Rupee) সুবিধা লাভ করতে পারবে গ্রাহকরা। উল্লেখ্য, ২০২১ সালের এই ই-রুপি লঞ্চ করা হয়েছিল। এবার ভাউচারের টাকার পরিমান বৃদ্ধি করা হল। 

জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই পরিষেবা (UPI) ব্যবহার করে এই ই-রুপি তৈরি করেছিল। এখানে একটি কিউআর কোড থাকে। ভাউচারের মত এটি ব্যাবহার করা যায়। যে কোনও ব্যক্তি বা সংস্থা এই ই-রুপি ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। টাকার পরিমান যেমন বাড়ানোর কথা ঘোষণা করা হল তেমনই এবার থেকে রিডিম না হওয়া পর্যন্ত ই-রুপি একাধিকবার ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), অ্যাক্সিস ব্যাঙ্ক (Axix Bank), এইচডিএফসি (HDFC) ও কানাড়া ব্যাঙ্কে (Caanada Bank) ই-রুপি (E-Rupee) ইস্যু করার সুযোগ পাওয়া যাবে।  

Latest Videos

আরও পড়ুন-আজ ফির জিনে কি তমন্না হ্যায়, লাইভ ভাষণের মাঝে চমক দিলেন আরবিআই গভর্নর

আরও পড়ুন-চলতি বছরের কোন সময়ে বাজারে ডিজিটাল টাকা, সময়সীমা নিয়ে কি বলছেন শক্তিকান্ত

আরও পড়ুন-ক্রিপ্টো বিনিয়োগকে আরেকটু উসকে দিতে এল ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অ্যাপ কয়েন সুইচ

ই-রুপি ব্যাবহারের ক্ষেত্রে বেশ কয়েকটি সুবিধা রয়েছে। যেমন- এই রুপি ব্যবহার করতে কোনও ইন্টারনেট পরিষেবা লাগে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল পেমেন্ট অ্যাপ না থাকলেও ই-রুপি ব্যবহার করা যায়। প্রয়োজন শুধু একটি ফিচার ফোন আর মোবাইল নম্বর। এমনকি ব্যক্তিগত কোনও তথ্যেরও সেভাবে প্রয়োজন হয় না। উল্লেখ্য, ই-রুপি লঞ্চের সময়েই বলা হয়েছিল,সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে দেশবাসী যাতে বঞ্চিত না হয়, সেকথা মাথায় রেখেই এই ই-রুপি আনা হয়েছিল। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech