Amazon Fined-ফের কাঠগড়ায় আমাজন, ইউরোপিয়ান ইউনিয়ন ১.১৩ বিলিয়ান জরিমানা করল এই সংস্থাকে

নীতি ভঙ্গেরই অভিযোগ উঠেছে এই অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে। সংস্থা তার প্রভাব খাটিয়ে  আমাজনের সাইটে স্বাধীন বিক্রেতাদের সঙ্গে দ্বিচারিতা করেছে যা ইউরোপিয়ান প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘনের আওতায় পড়ে। 

আমাজনের(Amazon) ঘরে ক্রমশ ঘণীভূত হচ্ছে কালো মেঘের ছায়া। একের পর এক অভিযোগের তীর এই জনপ্রিয় ই-কমার্স সাইট (Onlone shopping site)আমাজেনর(Amazon) দিকে। কিছুদিন আগেই আমাজন মারফত গাঁজা বিক্রির অভিযোগে কাঠাগোড়য় দাঁড়িয়েছে এই সংস্থা। সেই রেশ কাটতে না কাটতেই ফের নয়া অভিযোগ আমাজনের বিরুদ্ধে(alligation Against Amazon)। এবারও সেই নীতি ভঙ্গেরই(antitrust Case) অভিযোগ উঠেছে এই অনলাইন শপিং সাইটের(Online Shopping Site) বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার ইতালির অ্যান্টিট্রাস্ট রেগুলেটর ইউরোপিয়ান ইউনিয়ন(European Union) ১.১৩ বিলিয়ান জরিমানা করল আমাজনকে(Amazon)। অভিযোগ, সংস্থা তার প্রভাব খাটিয়ে  আমাজনের সাইটে স্বাধীন বিক্রেতাদের সঙ্গে দ্বিচারিতা করেছে যা ইউরোপিয়ান প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘনের আওতায় পড়ে। 

অনলাইন রিটেল জায়েন্ট হিসাবেই মান্যতা দেওয়া হয় ই-কমার্স সাইট আমাজনকে। সেই জায়েন্ট কোম্পানিকেই তার নীতিভঙ্গের জন্য মোটা অঙ্কের টাকা জরিমানা করল ইতালির অ্যান্টিট্রাস্ট রেগুলেটর ইউরোপিয়ান ইউনিয়ন। লকডাউনে মানুষ যখন পুরো ঘরবন্দী ছিল, দোকানে যেতে পারছিলেন না, সেই সময় থেকেই ইতালিতে আমাজনের এই দ্বিচারিতার মাত্রা বাড়তে থাকে। কিন্তু আমাজনের তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি। উল্টে আমাজনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি সম্পূর্ণ ভুল খবর। অন্যায়ভাবে সংস্থাকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এটি খুবই দুঃখের ঘটনা। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে, ইতালিতে বছরের অর্ধের বিক্রিটাই হয় ছোট ও মাঝারি ব্যবসা থেকে।  সেই সব ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করার জন্য অন্যান্য চ্যানেলকে কাজে লাগায়।  

Latest Videos

আরও পড়ুন-CAIT-আরিয়ান খানের মতই ব্যবস্থা নেওয়া হোক আমাজন আধিকারীকদেরও,তাঁদের গ্রেফতারের দাবি জানাল ব্যবসায়ীদের সংগঠন

ইতালির AGCM অথোরিটির তরফে বলা হয়েছে,আমাজেনের লজিস্টিক সার্ভিসের জন্য থার্ড পার্টি বিক্রেতাদের সাহায্য নিয়ে থাকে। এই ধরনের পরিষেবা গ্রহণ করাকে বলা হয় আমাজন দ্বারা পূর্ণতা প্রাপ্তি যা প্রতিযোগীদের ক্ষতি করলেও সংস্থার তরফে খুবই লাভজনক হয়। সর্বোপরি সংস্থা তার নিজের অস্তিস্বকে আরও শক্তিশালী করে তোলে। এই ই-কমার্স জায়েন্ট আমাজন কিন্তু আমাজনের প্রাইম লয়েলটি প্রোগ্রামের থেকে থার্ড পার্টি বিক্রেতাদের দূরেই রাখে। এর ফলে প্রচন্ড বিশ্বাসী ও সর্বোচ্চ ব্যায়কারী এই রকম ৭ মিলিয়ানের বেশী গ্রাহকের কাছে প্রোডাক্ট বিক্রি করা আরও সহজ হয়ে যায়। থার্ড পার্টি বিক্রেতাদের স্পেশাল ইভেন্ট, ব্ল্যাক ফ্রাইডে সেল, সাইবার মনডে, প্রাইম ডে অফারের মত তালিকা থেকেও বাদ দেওয়া হয়। এর ফলে বিক্রেতাদের আইটেমগুলি বৈশিষ্ট্যযুক্ত অফার হিসাবে উপস্থিত হওয়ার সম্ভাবনাও অনেকখানি হ্রাস পায়।

আরও পড়ুন-Amazon-আমাজন ইন্ডিয়া ও ফিউচার গ্রুপকে সমন পাঠাল ইডি,বিদেশী বিনিময় ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ

আরও পড়ুন-Weed in Amazon: অ্যামাজনে কিনা বিক্রি হচ্ছিল গাঁজা, উঠল NCB তদন্তের দাবি

অ্যান্টিট্রাস্ট রেগুলেটর ইউরোপিয়ান ইউনিয়নের তরফে জানান হয়েছে, তদন্তে দেখা গেছে এই ধরনের সুবিধাগুলি বাহ্যিক চাকচিক্য অর্জনের জন্য, বিক্রি বাড়ানোর জন্য  বিশেষভাবে কার্যকরী। যার ফলস্বরূপ আমাজনে বিক্রেতাদের অফারের সাফল্য বেশ ভালই বৃদ্ধি পাচ্ছে। অথোরিটির তরফে আমাজনকে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে গ্র্য়ান্ড সেলের সুবিধা ও দৃশ্যমানতা যেন সকলের জন্য সমান হয়। থার্ড পার্টি বিক্রেতারা যাতে প্রাইম সার্ভিসে অংশগ্রহণে সুযোগ পায়। 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র