ভারত পে থেকে পদত্যাগ, সরে দাঁড়ালেন শার্ক ট্যাঙ্ক খ্যাত অ্যাশনির গ্রোভার

Published : Mar 01, 2022, 01:12 PM ISTUpdated : Mar 01, 2022, 01:15 PM IST
ভারত পে থেকে পদত্যাগ, সরে দাঁড়ালেন শার্ক ট্যাঙ্ক খ্যাত অ্যাশনির গ্রোভার

সংক্ষিপ্ত

অ্যাশনির গ্রোভার আসন্ন বোর্ডের সভার জন্য অ্যাজেন্ডা হাতে পাওয়ার কয়েক মিনিট পরেই পদত্যাগ করেন। এই প্রসঙ্গে গ্রোভার একটি চিঠিতে বলেন, ‘আমি অবিলম্বে ভারত পে-র ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছি। আমি বোর্ডের ডিরেক্টর পদ থেকেও পদত্যাগ (Resignation) করছি। আমি কোম্পানির একক ব্যক্তিগত শেয়ারহোল্ডার হিসেবে থাকব।’ 

ভারত পে বোর্ডরুম যুদ্ধ এখনও শেষ হয়নি। ভারত পে-এর (Bharat Pe) সহ-প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টের (Managing Director) পদ থেকে সরে দাঁড়ালেন অ্যাশনির গ্রোভার। অ্যাশনির গ্রোভার আসন্ন বোর্ডের সভার জন্য অ্যাজেন্ডা হাতে পাওয়ার কয়েক মিনিট পরেই পদত্যাগ করেন। এই প্রসঙ্গে গ্রোভার একটি চিঠিতে বলেন, ‘আমি অবিলম্বে ভারত পে-র ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছি। আমি বোর্ডের ডিরেক্টর পদ থেকেও পদত্যাগ (Resignation) করছি। আমি কোম্পানির একক ব্যক্তিগত শেয়ারহোল্ডার হিসেবে থাকব।’ 

এই প্রসঙ্গে ভারত পে-র মুখপাত্র জানান, ‘অ্যাশনির গ্রোভার আসন্ন বোর্ড সভার অ্যাজেন্ডা পাওয়ার কয়েক মিনিট পরে ভারত পে-র ম্যানেজিং ডিরেক্টর ও বোর্ড অব ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছেন।’ 

সম্প্রতি, শার্ক ট্যাঙ্ক শোয়ের দৌলতে এক সময় জনপ্রিয়তা পান অ্যাশনির গ্রোভার। তাই তাঁর পদত্যাগের খবর মুহূর্তে ভাইরাল হয়। গত মাস আগে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের এক কর্মীর সঙ্গে অ্যাশনি গ্রোভার ও মাধুরী জৈনের বচসার ফোন কল রেকর্ড ভাইরাল হয়। ফোনে ব্যাঙ্ক কর্মীকে খুনের হুমকিও দিতে শোনা যায় তাঁকে। তারপর থেকে সংস্থার পক্ষ থেকে পদত্যাগের জন্য তাঁদের চাপ দেওয়া হচ্ছিল বলে খবর। 

এদিকে জানা যায়, তিনি গত ২২ ফেব্রুয়ারি ভারত পে-র রেসিলিয়েন্ট ইনোভেশন বোর্ডে চিঠি দেন তিনি। চিঠিতে অভিযোগ করেন, সংস্থার কিছু লোক কারচুপি করছেন। তিনি বোর্ডের চেয়ারম্যান রজনীশ কুমার ও সহ প্রতিষ্ঠাতা ভাবিক কোলাদিয়ারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ তোলেন। ভারত পে এমডি অভিযোগ করেছেন যে, ভাবিক কোলাদিয়া তাঁকে ফোন করেছিলেন এবং কোনও অ্যাজেন্ডার কথা না জানিয়ে এক জায়গায় দেখা করতে বলেন। গ্রোভার অভিযোগ করেছে যে কল করার সময় কুমারও তার সঙ্গে ছিলেন। 

শোনা যায়, ভারত পে-র সহ-প্রতিষ্ঠাতা এর আগে ফিনটেক ফার্মের সঙ্গে আলোচনা করে তাঁর বিরুদ্ধে যে কোনও পদক্ষেপের জন্য ক্ষতিপূরণ চেয়েছিলেন। তিনি কোম্পানিতে তাঁর ৯.৫ শতাংশ শেয়ার কেনার জন্য ভারত পে-র বিনিয়োগকারীদের এবং বোর্ডের কাছে ৪,০০০ কোটি টাকা চেয়েছিলেন। 

এর আগে অ্যাশনি গ্রোভারের স্ত্রী মাধুরী জৈন গ্রোভারকে বরখাস্ত করার হয়েছিল সংস্থা থেকে। ভারত পে-র হেড অফ ফিন্যান্সে ছিলেন তিনি। সেই পদ থেকে তাঁকে সরানো হয়েছে। এর পাশাপাশি তাঁর ভাগের শেয়ার অপশনও বিতিল করেছে সংস্থা। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে। সংস্থার টাকায় বিদেশ ভ্রমণ, প্রসাধনী, শপিংয়ের অভিযোগ করেছে বোর্ড। এবার ভারত পে-এর (Bharat Pe) সহ-প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টের (Managing Director) পদ থেকে সরে দাঁড়ালেন অ্যাশনির গ্রোভার। 

আরও পড়ুন: এক ধাক্কায় অনেকটা বাড়বে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, মঙ্গলবার থেকেই গুনতে হবে বেশি টাকা

আরও পড়ুন: কিশোর বিয়ানির বিগবাজার এবার আম্বানির অধীনে, রয়েছে কর্মসংস্থানের সুযোগ

আরও পড়ুন: যুদ্ধ আবহে রাশিয়ান ভোদকাকে বয়কটের সিদ্ধান্ত, মনভার মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার সুরাপ্রেমীদের
 

PREV
click me!

Recommended Stories

আকাশছোঁয়া সোনা-রূপার দাম! কেনার এটাই কি সঠিক সময়? দাম কোথায় স্থির হবে জেনে নিন
Atal Pension Yojana: পেনশনভোগীদের জন্য বড় খবর! সরকারের থেকে ২০৩১ সাল পর্যন্ত মিলতে থাকবে টাকা