স্থায়ী আমানতে সুদের হার বাড়াল আরও একটি বেসরকারি ব্যাঙ্ক, জেনে নিন সেই ব্যাঙ্কের সুদের হারের পরিমান

Published : Jan 24, 2022, 09:18 AM IST
স্থায়ী আমানতে সুদের হার বাড়াল আরও একটি বেসরকারি ব্যাঙ্ক, জেনে নিন সেই ব্যাঙ্কের সুদের হারের পরিমান

সংক্ষিপ্ত

ব্যাঙ্ক ৭ দিন থেকে ২৯ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটের ম্যাচিউরিটিতে  ২.৫০ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৩০ দিন থেকে ৩ মাসের কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে-তে ৩ শতাংশ এবং ৩ মাস থেকে ৬ মাসের কম ফিক্সড ডিপোজিটের ম্য়াচিওরিটিতে ৩.৫ শতাংশ সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক৷  

মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, উচ্চবিত্তের অধিকাংশই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। আর সেই জন্য ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে(Fixed Deposit) ভরসা রাখেন অনেকেই। যদিও বর্তমানে বিভিন্ন ব্যাঙ্কের স্থায়ী আমানতের (Fixed Deposit) ওপর সুদের হার কমে গিয়ছে তবুও মানুষ ভরসার দিক থেকে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের ওপরই আস্থা রাখেন। আসলে প্রত্যেকেই তাঁদের কষ্ট করে উপার্জন করা টাকা সম্পূর্ণ ঝুঁকিবিহীন ভাবে সঞ্চয় করতে চান। তাই সেক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতই হয়ে ওঠে অন্যতম সেরা পছন্দ।  উল্লেখ্য, ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বিনিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমার পর নির্দিষ্ট সুদের হারে টাকা তোলারও সুযোগ পেয়ে থাকেন গ্রাহকরা।  সম্প্রতি কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের ওপর সুদের হার অনেকটাই বাড়িয়েছে (Interest rate Hike)। সেই তালিকায় এবার নয়া সংযোজন বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক( Axis Bank)। 

আপনার কী অ্যাক্সিস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের অ্যাকাউন্ট রয়েছে...তাহলে আপনিও পেয়ে যাবেন এই সুযোগ। 
প্রসঙ্গত, কোটাক মহিন্দ্রা, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক সহ এসবিআই-যেমন স্থায়ী আমানতের ওপর সুদের হার বৃদ্ধি করেছে এবার সেই পথে হেঁটেই অ্যাক্সিস ব্যাঙ্কও তার গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়ে রিটার্নের পরিমান বৃদ্ধি করল। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের এই নতুন নিয়ম চালু হয়েছে। উল্লেখ্য, অ্যাক্সিস ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের জন্য অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ব্যাঙ্ক ৭ দিন থেকে ২৯ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটের ম্যাচিউরিটিতে  ২.৫০ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৩০ দিন থেকে ৩ মাসের কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে-তে ৩ শতাংশ এবং ৩ মাস থেকে ৬ মাসের কম ফিক্সড ডিপোজিটের ম্য়াচিওরিটিতে ৩.৫ শতাংশ সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক৷

আরও পড়ুন-২ কোটির বেশি স্টেট ব্যাঙ্কের স্থায়ী আমানতে রাখলে পেয়ে যান অতিরিক্ত সুদ, দেখে নিন অতিরিক্ত সুদের হারের তালিকা

আরও পড়ুন-কয়েকটি ব্যাঙ্কের স্থায়ী আমানতে পাওয়া যাচ্ছে ৫ শতাংশের বেশী সুদ, রইল সেই ব্যাঙ্কের তালিকা

আরও পড়ুন-চটজলদি হোম লোন পেতে চান, তাহলে আজই নভি ফিনসার্ভ মোবাইল অ্যাপের মাধ্যমে হোম লোনের জন্য আবেদন করুন

প্রবীণ নাগরিকদের জন্যও অ্যাক্সিস ব্যাঙ্ক সুদের হারে বদল করার ঘোষণা করেছে ৷ সিনিয়ার সিটিজেনদের ক্ষেত্রে ৭দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ২.৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হবে ৷ একইভাবে আইসিআইসিআই ব্যাঙ্কও ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক সুদের হার বদলানোর কথা ঘোষণা করেছে ৷ ৭ থেকে ২৯ দিনের এফডি-তে ২.৫০ শতাংশ সুদ দেবে আইসিআইসিআই ব্যাঙ্ক। ৩০ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে  ৩ শতাংশ সুদ দেওয়া হবে। এই ব্যাঙ্কেরও ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের হার কার্যকরী হয়েছে ২০ জানুয়ারি থেকে। 

PREV
click me!

Recommended Stories

আপনার প্রতিদিনের খরচই ঠিক করছে লোনের সুদ! জানুন ক্রেডিট স্কোরের এই হিসেব
Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে স্বল্প বিনিয়োগে মিলবে ৮.৫ লক্ষ রিটার্ন! দেখুন সহজ হিসেব