করোনা ভাইরাস যেভাবে হু হু করে বাড়ছে তাতে সকলেরই প্রাণ ওষ্ঠাগত। মারণ ভাইরাস থেকে বাঁচতে ফের লকডাউন শুরু হয়েছে। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে মানুষের জীবন বিপর্যস্ত। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে আনলক পর্বেও দফায় দফায় লকডাউনের ঘোষণা করা হয়েছে। ব্যাঙ্কের নিয়মেও নয়া পরিবর্তন আনা হয়েছে। চলতি মাস অর্থাৎ অক্টোবর মাসে দুই শনিবার ও চার রবিবার ছাড়াও আরও বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।
আরও পড়ুন-মোবাইলের এই ছোট্ট ভুলেই চিরতরে হারাতে পারেন যৌন ক্ষমতা, জানাল গবেষণা...
আরও পড়ুন-সাবধান, খালি পেটে কলা খাচ্ছেন, অজান্তেই বাসা বাঁধছে শরীরে এই মারণ রোগ...
একাধিক ছুটির কারণে ও নির্ধারিত ছুটি ছাড়াও আগামী মাসে মোট ১০ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। যার ফলে চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে গ্রাহকদের। এতদিন ছুটি থাকার কারণে পরিষেবা নিয়েও সমস্যায় পড়বেন গ্রাহকেরা। অক্টোবর মাসের যে দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা, দেখে নিন একনজরে।
০২.১০.২০২০. (শুক্রবার) - গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশের সমস্ত ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে ।
০৮.১০.২০২০. (বৃহস্পতিবার)- চেল্লাম উৎসব উপলক্ষে কয়েকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
১০.১০.২০২০. (শনিবার)- অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।
১৭.১০.২০২০. (শনিবার) - কাতি বিহু উৎসব উপলক্ষে অসমের সমস্ত ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে।
২৩.১০.২০২০. (শুক্রবার)- দুর্গাপুজোর মহাসপ্তমী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
২৪.১০.২০২০. (শনিবার)- দুর্গাপুজোর মহাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
২৬.১০.২০২০. (সোমবার)- দুর্গাপুজোর বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
২৯.১০.২০২০. (বৃহস্পতিবার)- মিলাদ-ই-শরিফ উপলক্ষে কিছু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
৩০.১০.২০২০. (শুক্রবার) - ঈদ-ই-মিলাদ উপলক্ষে অধিকাংশ রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
৩১.১০.২০২০. (শনিবার)- লক্ষ্মীপুজো, বাল্মিকী জয়ন্তী ও সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, গুজরাত-সহ বেশ কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।