Bank holidays 2021:অগাষ্ট মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, রইল পুরো তালিকা

অগাষ্ট মাসে ১৫দিনই বন্ধ থাকবে ব্যাংক। সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা

সামনের অগাষ্ট মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অন্তত তাই বলছে। সরকারি ও বেসরকারি এবং রিজার্ভ ব্যাংক অনুমোদিত ব্যাংকগুলিতে এই তালিকা প্রযোজ্য হবে। ফলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। তাই ব্যাংকে যাওয়ার প্ল্যান করার আগে হাতের কাছে রাখুন ব্যাংক বন্ধ থাকার এই তালিকা, যাতে সমস্যায় পড়তে না হয়। ১৫দিন ব্যাংক বন্ধের মধ্যে রয়েছে শনি ও রবিবার। এছাড়াও রয়েছে জাতীয় ছুটি, রয়েছে স্থানীয় বা রাজ্য ভিত্তিক উৎসব অনুযায়ী ছুটি। 

ব্যাংকে অনেক সময়েই নানা গুরুত্বপূর্ণ কাজে যেতে হয় গ্রাহকদের। তাই কোন কোন দিন ব্যাংক বন্ধ রয়েছে, তা না জানা থাকলে, বেশ সমস্যায় পড়তে পারেন তাঁরা। আগে ভাগেই জেনে নিন কবে কবে ব্যাংক বন্ধ থাকবে। তাহলে তার আগেই নিজের প্রয়োজনীয় কাজ সেরে রাখতে পারবেন গ্রাহকরা। 

Latest Videos

শনিবার ও রবিবার ছুটি বাদে অগাষ্ট মাসে মোট ৮দিন ব্যাংক বন্ধ থাকবে। সেগুলি হল

১৩ই অগাষ্ট শুক্রবার পেট্রিয়ট ডে
১৬ই অগাষ্ট সোমবার পারসি নববর্ষ
১৯শে অগাষ্ট বৃহস্পতিবার মহরম (Ashoora)
২০শে অগাষ্ট শুক্রবার মহরম 
২১শে অগাষ্ট শনিবার থিরুভোনাম
২৩শে অগাষ্ট সোমবার শ্রী নারায়ণগুরু জয়ন্তী
৩০শে অগাষ্ট সোমবার জন্মাষ্টমী
৩১শে অগাষ্ট মঙ্গলবার শ্রীকৃষ্ণ অষ্টমী

শনিবার ও রবিবার ছুটির দিনগুলি হল

১লা অগাষ্ট রবিবার
৮ই অগাষ্ট রবিবার
১৪ই অগাষ্ট দ্বিতীয় শনিবার
১৫ই অগাষ্ট রবিবার , স্বাধীনতা দিবস
২২শে অগাষ্ট রবিবার
২৮শে অগাষ্ট চতুর্থ শনিবার
২৯শে অগাষ্ট রবিবার

১৫টি ছুটির মধ্যে ৮টি স্থানীয় ছুটি। অর্থাৎ দেশের সব ব্যাংক সেদিন বন্ধ থাকবে না বলেই জানানো হয়েছে। 

"

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam