অ্যামাজনের বিক্রয়ের তালিকা রয়েছে স্পার্টফোন, টিভি, ইলেকট্রনিক্স ও অন্যান্য যন্ত্রপাতি- যেখানে প্রচুর পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে। সঙ্গে রয়েছে অন্যান্য সুবিধেও। ব্যাঙ্ক ডিসকাউন্টের পাশাপাশি নো-কস্ট ইএমআই-এর মত বিকল্প ব্যবস্থাগুলিও রয়েছে। অ্যামাজন তাদের ওয়েবসাইটে একটি সাপোর্ট পেজ চালু করেছে। আগ্রহী গ্রাহকার সমস্ত অফার ও ডিসকাউন্ট সংক্রান্ত তথ্য সেখানেই পাবেন।
আর ঠিক দুদিন পর অর্থৎ ১৭ জানুয়ারি (সোমবার) থেকেই শুরু হয়ে যাবে ই-কমার্স জায়েন্ট অ্য়ামাজন (Amazon)ও ফ্লিপকার্টের (Flipkart) সাধারণতন্ত্র দিবসের (Republic Day) সেল। অন্যবারের মত এবারও অ্যামাজন গোটা ইভেন্টটির নাম দিয়েছে 'গ্রেট রিপাবলিকান ডে সেল'। আর ফ্লিপকার্ট 'রিপাবলিকান ডে সেল' নামে নিয়ে আসছে একগুচ্ছ অফার।
অ্যামাজনের সেল-
অ্যামাজনের বিক্রয়ের তালিকা রয়েছে স্পার্টফোন, টিভি, ইলেকট্রনিক্স ও অন্যান্য যন্ত্রপাতি- যেখানে প্রচুর পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে। সঙ্গে রয়েছে অন্যান্য সুবিধেও। ব্যাঙ্ক ডিসকাউন্টের পাশাপাশি নো-কস্ট ইএমআই-এর মত বিকল্প ব্যবস্থাগুলিও রয়েছে। অ্যামাজন তাদের ওয়েবসাইটে একটি সাপোর্ট পেজ চালু করেছে। আগ্রহী গ্রাহকার সমস্ত অফার ও ডিসকাউন্ট সংক্রান্ত তথ্য সেখানেই পাবেন।
অ্যামাজনের বিক্রিতে SBI ক্রেডিট কার্ড হোল্ডারা এএমআই লেনদেনে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। একই ভাবে বাজাজ ফাইন্যান্স, অ্যামাজন পে, আইসিআইসি ক্রেডিট কার্ডেও বেশ কিছু ডিসকাউন্ট রয়েছে।
ফ্লিপকার্টের সেল-
ফ্লিপকার্ট বিগ সেভিং ডে- সেল ২০২২ নামে একটি পরিকল্পনা নিয়েছে। সেখানে বিভিন্ন সামগ্রীর ওপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ফ্লিপকার্টও তাদের নিজস্ব ওয়েবসাইটে এই সেলের জন্য একটি সাপোর্ট পেজ খুলেছে। সেখানে সমস্ত অফার, ছাড়, ডিসকাউন্সসহ একাধিক সুবিধে সম্বন্ধে জানান হবে। ফ্লিপকার্ট স্পার্টফোন, আসবাবপত্র, ইলেকট্রনিস্ক আইটেম ও পোশাকের থেকে শুরু করে প্রসাধনী সমগ্রীর ওপরও ছাড় দিচ্ছে।
ফ্লিপকার্টের দেওয়া তথ্য অনুযায়ী ইলেকট্রনিক আইটেমগুলিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। হেজফোন স্পিকারে ৭০ শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে। মোবাই ও আনুসঙ্গিক সামগ্রীগুলিতে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ডেস্কটপ, ল্যাপটপে প্রায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আসবাবপত্রে ছাড় দেওয়া হচ্ছে ৮০ শতাংশ।
ফ্লিককার্ট ও অ্যামাজনের ওয়েবসাইটে গেলে আরও বিস্তারিত জানতে পারবেন। বিশেষ গ্রাহকদের জন্যও রয়েছে বিশেষ সুবিধে। তাই আর দেরি না করে এখনি প্রয়োজনীয় সামগ্রীর লিস্ট তৈরি করে ফেলতে পারেন। তবে ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা কাল থেকেই এই সুবিধে পেতে পারবেন। সেল তলবে ২২ জানুয়ারি পর্যন্ত। অ্যামাজনের সেল চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। সেই সঙ্গে রয়েছে ক্যাশব্যাকেরও সুবিধে।