Sensex Crash-ভারতীয় শেয়ারবাজারে ব্ল্যাক ফ্রাই-ডে,শুক্রবার দিনের শুরুতেই ধস নামল শেয়ার মার্কেটে

Published : Nov 26, 2021, 06:14 PM IST
Sensex Crash-ভারতীয় শেয়ারবাজারে ব্ল্যাক ফ্রাই-ডে,শুক্রবার দিনের শুরুতেই ধস নামল শেয়ার মার্কেটে

সংক্ষিপ্ত

শুক্রবার দিনের শুরুতে ধস নামল ভারতীয় শেয়ার মার্কেটে। ২ ঘন্টায় প্রায় ৬.৫০ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা।

শুক্রবার(Friday)দিনের শুরুতেই ধস নামল শেয়ার মার্কেটে(Share Market)। সপ্তাহান্তে মন্দার মুখ দেখল শেয়ার বাজার।  রেকর্ড পতন হয়েছিল সেনসেক্স (Sensex) নিফটির (NIFTY)। কিন্তু শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই যেভাবে হুড়মুড়িয়ে পড়ে যায় সূচক (Point),গোটা দিন জুড়ে পোহাতে হল সেই ভোগান্তি । মাত্র ২ ঘন্টার(2 Hours) ট্রেডিং (Trading)সেশনে বড়সড় আর্থিক ক্ষতির(Financial Crisis) মুখে পড়ল বিনিয়োগকারীরা(Investers)। প্রায় ৬.৫০ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। বলা বাহুল্য,কয়েকদিন ধরেই ভারতীয় শেয়ারমার্কেট(Indian Share Market) সেভাবে সাফল্যের মুখ দেখেনি। ভারতীয় শেয়ারবাজারে(Share Market) গত ২ সপ্তাহ ধরেই নিম্নমুখী একটা প্রবণতা জারি রয়েছে তবে আজকের দিনে অর্থাৎ শুক্রবারে(Friday) শেয়ার মার্কেটে যে পতন(Share Market Crash) দেখা গিয়েছে তা বিগত ৭ মাসের মধ্যের সবচেয়ে বড় ক্ষতি(Disaster)।  প্রসঙ্গত, মাত্র ২ ঘণ্টায়  আশাতীত বিপর্যয়ের(Share Market Crash) মুখে ফেলেছে ভারতের বিনিয়োগকারীদের(Indian Investers)।        
 
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন রূপের আবির্ভাবের খবরটিও ইক্যুইটির ওপরও বেশ চাপ সৃষ্টি করেছে। আতঙ্কের জেরেই শেয়ার বিক্রিরএকটা  হিড়িক শুরু হয়ে যায় শুক্রবার। আজকের দিনটি অর্থাৎ শুক্রবার ভারতীয় শেয়ার বাজারে ব্ল্যাক ফ্রাইডে হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শেয়ার বাজারে দর পতন হয়েছে ব্যাপক হারে । সেনসেক্স প্রায় ১৩০০ এবং নিফটি ৪০০ পয়েন্ট পড়ে গিয়েছে। মুম্বই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের বাজার মূলধন প্রায় ৬ লক্ষ কোটি টাকা কমে একধাক্কায় নেমে এসেছে ২৫৯.৭১ লক্ষ কোটিতে। বৃহস্পতিবার লক্ষ্মীলাভের মুখ দেখলেও শুক্রবার দিনের শুরুতেই ফের নিম্নমুখী হয়ে যায় শেয়ার বাজার (share market)। এই দিন সেনসেক্স কমেছে (Sensex)প্রায় ১০০০ পয়েন্ট। অন্যদিকে, নিফটি (NIFTY) খুলেছে ১৭ হাজার ৩০০ পয়েন্ট নিয়ে । উল্লেখ্য, কোটাক ব্যাঙ্ক (Kotak Bank) এবং এইচডিএফসি ব্যাঙ্কেরও (HDFC Bank)পয়েন্ট কমেছে। বম্বে স্টক এক্সচেঞ্চে সেনসেক্স এক হাজার পয়েন্ট কমে ৫৭ হাজার ৭৫৬-তে নেমে এসেছে। 

আরও পড়ুন-Share Market: কোম্পানির শেয়ার বাড়তেই রাতারাতি কোটিপতি সংস্থার কর্মী কীভাবে জানলে অবাক হবেন

আরও পড়ুন-বাজেটে চাঙ্গা হল না বাজার, সেনসেক্স পড়ল ৬০০ পয়েন্ট, নিফটি দাঁড়িয়ে ১১,৭৫০-এ

নিফটিও তার পয়েন্ট খুইয়ে ১৭ হাজার ২৫০ পয়েন্টে নেমে গিয়েছে।বম্বে স্টক এক্সচেঞ্জ মিডক্যাপ সূচক প্রায়  ১.৫ শতাংশের বেশি নিচে নেমে গেছে। দিনের শুরুতে পতনের দিকে ঝুঁকেছে। ১৮০০টি স্টক নেমে গিয়েছে। বলা বাহুল্য, উল্লেখযোগ্যভাবে বেড়েছে ওষুধ(Medicine) ও ভ্যাকসিন(vaccine) প্রস্তুতকারক সংস্থাগুলির শেয়ার। আজকাল সেয়ার মার্কেটে লেনদেন বেড়েছে ডঃ রেড্ডি'স ল্যাবস(Dr Reddy's lab) এবং সান ফার্মা (Sun Farma)র। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gold-Silver Price Today: সোনার পতন, রুপোর উত্থান! বাজারে নতুন মোড়? জেনে নিন আজ কত দাম ১০ গ্রাম সোনার
কয়েক মিনিটেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! পার্সোনাল লোন অ্যাপের এই সুবিধাগুলি জেনে নিন