গত কয়েক মাস ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী। আজ ফের দাম বাড়ল প্রায় ২০০ টাকা। কলকাতা, দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন বড় শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন দাম জেনে নিন।
প্রতিদিনই বদল হয় সোনার দাম। শেষ কয় মাস ধরে তা লাখের ঘরে অবস্থান করছে। আজ আরও বেড়ে গেল দাম। এক ধাক্কায় প্রায় ২০০ টাকা বেড়ে সোনার দাম। ১ গ্রাম সোনা কিনতে আরও প্রায় ২০০ টাকা বাড়তি দিতে হবে। শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।