সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে, যা গত কয়েক মাস ধরেই লাখের ঘরে অবস্থান করছে। এই দাম বৃদ্ধি বিয়ের মরশুমে ক্রেতাদের চিন্তায় ফেলেছে। এই প্রতিবেদনে কলকাতা, চেন্নাই, মুম্বই, দিল্লি সহ ভারতের বিভিন্ন প্রধান শহরের সোনার দামের তালিকা।
প্রতিদিনই বদল হচ্ছে সোনার দাম। শেষ কয় মাস ধরে তা লাখের ঘরে অবস্থান করছে। মাঝে দাম কমলেও তা সেভাবে কমেনি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা বেড়ে গেল দাম। বিয়ের মরশুমে মাথায় হাত সকলের। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।